হ্যান্ডসেট উৎপাদন বন্ধের আতঙ্কে চীনে স্মার্টফোন কেনাকাটার সংখ্যা বেড়েছে। ক্রেতারা বলছে, ফোনস্বল্পতার ভয়ে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের তৈরি স্মার্টফোনই বেশি পরিমাণে কিনছে দেশটির জনগণ।
কারণ হিসিবে তারা বলছে, হুয়াওয়ের নতুন ও পুরোনো হ্যান্ডসেটের দাম গত মাস থেকে বেড়ে গেছে। গড়ে প্রতিটি ফোনে ৪০০ থেকে ৫০০ ইউয়ান দাম বেড়েছে।
ক্রেতারা দাবি করছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়ায় হুয়াওয়ে মার্কিন প্রযুক্তি ব্যবহার করতে পারবে না বলে প্রিমিয়াম হ্যান্ডসেট উৎপাদন বন্ধ হয়ে যাবে। ফলে আগে থেকেই ফোন কিনে রাখছে অনেকেই। এছাড়া, ক্রেতাদের মধ্যে নতুন ফোনের যন্ত্রাংশ সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে বলে জানা গেছে।
হুয়াওয়ের কনজ্যুমার ব্যবসার প্রধান নির্বাহী রিচার্ড ইয়ু বলেন, ১৫ সেপ্টেম্বর থেকে হুয়াওয়ে কিরিন চিপসেট উৎপাদন বন্ধ করেছে। কারণ, যুক্তরাষ্ট্র চিপ নির্মাতা প্রতিষ্ঠান হাইসিলিকনের সঙ্গে গুরুত্বপূর্ণ প্রযুক্তিসেবা বন্ধ তরে দিয়েছে।
গত বছর মার্কিন সরকার যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে হুয়াওয়ের সঙ্গে ব্যবসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, বিশ্বের বৃহত্তম স্মার্টফোন ও মোবাইল টেলিকমিউনিকেশন যন্ত্রপাতি নির্মাতা প্রতিষ্ঠানটি চীন সরকারকে তথ্য দেয়। হুয়াওয়ে বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
সূত্র: রয়টার্স