চাইনিজ টেক জায়ান্ট হুয়াওয়র ই-ব্র্যান্ড অনার বাংলাদেশে অফিশিয়ালি পাওয়া যাচ্ছে। এবার এই ফোনের ন্যাশনাল ডিস্টিবিউটর হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে এমএইচ টেকনোলজি লিমিটেডকে। যারা বাংলাদেশে অনারের সব ধরণের স্মার্টফোনসহ অন্যান্য পণ্য পরিবেশন ও বিপণন করবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। যেখানে উভয় প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
জানা যায়, অনার হুয়াওয়ে এর ই-ব্র্যান্ড হলেও তারা সম্পূর্ণ স্বাধীনভাবেই নিজেদের স্মার্টফোন ডিস্ট্রিবিউশন করে থাকে। মূলত ভারত, চীন ও আমেরিকার অনলাইন স্মার্টফোনের বাজার ধরতেই অনার ব্র্যান্ডটির সূচনা হয়। প্রথমদিকে তারা সম্পূর্ণভাবে অনলাইনে স্মার্টফোন বিক্রি করলেও পরে তারা অফলাইনে তাদের কার্যক্রম শুরু করে। অনার ব্র্যান্ড এর ফোনগুলো হুয়াওয়ে ই তৈরি করে থাকে।
এ সময় অনার বাংলাদেশের এমডি মুহম্মদ তৌফিকুল ইসলাম বলেন, অনার এর উদ্দেশ্যে লয়াল কাস্টমারদের জন্য ভাল কোয়ালিটির পণ্য তৈরি করা। আর কাস্টমারকে সন্তুষ্ট রাখা।
এছাড়াও এমএইচ টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান বলেন, আমরা অনার এর ন্যাশনাল ডিস্ট্রিবিউটার হতে পেরে আমরা গর্বিত। আমরা কাস্টমারদের ভাল কিছু পণ্য ও সেবা দিতে পারব বলে আশা করছি।
এছাড়াও উপস্থিত ছিলেন অনার বাংলাদেশ ও এমএইচ টেকনোলজি লিমিটেডের কর্মকর্তাবৃন্দ।