স্যামসাং তাদের সাশ্রয়ী ও জনপ্রিয় এ-সিরিজের নতুন ফোন উন্মোচন করেছে। গ্যালাক্সি এ৪২ ফাইভজি মডেলের এই ফোনটি স্যামসাংয়ের সবচেয়ে কমদামি ফাইভজি স্মার্টফোন, দাম ৪৫৫ ডলার। খবর দ্য ভার্জ।
নতুন ফোনটি স্যামসাংয়ের পূর্বের সবচেয়ে কমদামি ফাইভজি স্মার্টফোন এ৫১ ফাইভজি থেকেও ৫০ ডলার কম। নতুন এই ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৭৫০জি চিপসেট, যা গতমাসে কোয়ালকম ঘোষণা করেছিলো।
এছাড়া ফোনটিতে রয়েছে ৬.৬ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে, যা উপরের দিকে রয়েছে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। পিছনে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল, ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড, ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো ও ৫ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা।
ফোনটি ৪ জিবি থেকে ৮ জিবি র্যাম সংস্করণে পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১২৮ গিগাবাইট পর্যন্ত মেমরি বৃদ্ধি করা যাবে। রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ইন-স্ক্রিণ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পাওয়া যাতে তিনটি ভিন্ন রঙে।