‘নর্ড এন ১০০’ ও ‘নর্ড এন ১০ ফাইভজি’ নামের নতুন দুটি ফোন আনছে ওয়ানপ্লাস। নর্ড সিরিজের শেষ ফোন হতে পারে মডেল দুটি। আগামী ২৬ অক্টোবর ফোন দুটি উন্মোচন করা হবে।
অনলিকস ওয়েবসাইটের টিপস্টার স্টিভ হ্যামারস্টোফার এ তথ্য জানিয়েছেন।
গত আগস্টে মিডরেঞ্জের ফোন ওয়ানপ্লাস নর্ড বাজারে আনে ওয়ানপ্লাস। ৬ ক্যামেরার ফোনটির দাম শুরু হয়েছিলো ৩৩৫ ডলার থেকে। জানা গেছে, নতুন ডিভাইস দুটির দাম হবে ৪০০ ডলারের নিচে।
নর্ড এন ১০ ফাইভজি’র পেছনে কোয়াড ক্যামেরা সেটআপে থাকবে ৬৪, ৮ ও দুটি ২ মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়াও থাকবে ৬.৪৯ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হবে ৯০ হার্জ, প্রসেসর হবে স্ন্যাপড্রাগন ৬৯০, র্যাম থাকবে ৬ জিবি, ইর্ন্টানাল স্টোরেজ হবে ১২৮ জিবি। তবে ‘নর্ড এন ১০০’ সম্পর্কে কোনো তথ্যই এখনো জানা যায়নি।
এদিকে, আগামী বুধবার ফ্ল্যাগশিপ ফোন ওয়ানপ্লাস এইট টি এর ঘোষণা দেবে চীনা কোম্পানিটি। ১২০ রিফ্রেশ রেট ডিসপ্লের ফোনটি হবে ৬.৫৫ ইঞ্চি লম্বা। সামনের পাঞ্চহোল সেলফি ক্যামেরায় থাকবে ৩২ মেগাপিক্সেল। পেছনে থাকবে ৪৮, ১৬, ৫ ও ২ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা।
প্রসেসরে থাকবে স্ন্যাপড্রাগন ৮৬৫ বা ৮৬৫ প্লাস। এর র্যাম হবে ১২ জিবি, স্টোরেজে থাকবে ২৫৬ জিবি। অপারেটিং সিস্টেমে থাকবে অ্যান্ড্রয়েড ১১ অনুযায়ী তৈরি অক্সিজেনওএস। ব্যাটারির শক্তি হবে ৪৫০০ এমএএইচ; যা সাপোর্ট করবে ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং।