চীনা স্মার্টফোন কোম্পানি শাওমি আজ তাদের নতুন ওয়্যারলেস চার্জিং টেকনোলজি লঞ্চ করলো। এটি বিশ্বের সবচেয়ে দ্রুত ওয়্যারলেস চার্জিং টেকনোলজি সলিউশন, যেটি ৮০ ওয়াটের চার্জিং ক্যাপাসিটির সাথে এসেছে। এটি শাওমির তৃতীয় বড় ওয়্যারলেস চার্জিং টেকনোলজি।
শাওমি দাবি করেছে ৮০ ওয়াট ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি কেবল ১৯ মিনিটে ৪,০০০ এমএএইচ ব্যাটারির ফোনকে ফুল চার্জ করে দেয়।
একটি উইবো পোস্ট শেয়ার করে শাওমি জানিয়েছে, তাদের নতুন ওয়্যারলেস চার্জিং সলিউশন কেবল ৮ মিনিটে ৪,০০০ এমএএইচ ব্যাটারির ফোনকে ০-৫০ শতাংশ চার্জ করে দেবে। আবার ফুল চার্জ হতে সময় নেবে ১৯ মিনিট যদিও কোম্পানি ঠিক কোন ফোনে এই চার্জিং টেকনোলজি ব্যবহার করবে তা জানায়নি।
প্রসঙ্গত গত আগস্টে লঞ্চ হওয়া Mi 10 Ultra ফোনে ৫০ ওয়াট ফাস্ট ওয়্যারলেস চার্জিং টেকনোলজি ব্যবহার করেছিল। যেটি ছিল শাওমির এখনও পর্যন্ত সবচেয়ে দ্রুত চার্জিং সলিউশন। এর আগে গত মার্চে কোম্পানি ৪০ ওয়াট ওয়্যারলেস চার্জিং টেকনোলজি সামনে এনেছিল।
শাওমি অনেক আগে থেকেই ওয়্যারলেস চার্জিং টেকনোলজির ওপর কাজ করছে। কোম্পানিটি সর্বপ্রথম Mi MIX 2S ফোনে ৭.৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং টেকনোলজি ব্যবহার করেছিল। এরপর Mi MIX 3 ফোনে ছিল ১০ ওয়াট এবং ২০১৯ এ লঞ্চ হওয়া Mi 9 ফোনে ছিল ২০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। একবছর যেতে না যেতেই কোম্পানি ৮০ ওয়াট ওয়্যারলেস চার্জিং টেকনোলজি লঞ্চ করলো। শোনা যাচ্ছে আগামী বছরে শাওমি ১০০ ওয়াট ওয়্যারলেস চার্জিং টেকনোলজিও লঞ্চ করবে।