তাইওয়ানের স্মার্টফোন কোম্পানি এইচটিসি গত জুনে ডিজেয়ার ২০ প্লাস ও এইচটিসি ইউ২০ ৫জি লঞ্চ করেছিল। এরমধ্যে ডিজেয়ার ২০ প্রো কে আগস্ট মাসে ইউরোপে লঞ্চ করা হয়। এবার কোম্পানি তাইওয়ানে এইচটিসি ডিজেয়ার ২০ প্লাস লঞ্চ করলো। এই ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং স্টিস্টেম, স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর ও কোয়াড রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। যদিও এইচটিসি ডিজেয়ার ২০ প্লাস ফোনটিকে অন্যান্য মার্কেটে কবে লঞ্চ করা হবে তা জানা যায়নি।
এইচটিসি ডিজেয়ার ২০ প্লাস ফোনে আছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে। এই ডিসপ্লের পিক্সেল রেজোলিউশন ৭২০ x ১৬০০ এবং আসপেক্ট রেশিও ২০:৯। এই ডিসপ্লের ডিজাইন ওয়াটারড্রপ নচ। যার মধ্যে আছে এফ/২.০ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ক্যামেরা দ্বারা এইচডিআর ও ফুল এইচডি ভিডিও রেকর্ড করা যায়।
এইচটিসি ডিজেয়ার ২০ প্লাস ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। আবার এখানে আছে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে।
ফটোগ্রাফির জন্য এইচটিসি ডিজেয়ার ২০ প্লাস ফোনের পিছনে পাবেন কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা এফ/১.৮ অ্যাপারচার সহ ৪৮ মেগাপিক্সেল। বাকি তিনটি ক্যামেরা হল – ১১৫ ডিগ্ৰী ফিলড ভিউ সহ ৫ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ও ৫ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। ফোনটির পিছনে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
এইচটিসি ডিজেয়ার ২০ প্লাস ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলে। এতে আছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। যার সাথে কুইক চার্জ ৪.০ সাপোর্ট করবে। চার্জিংয়ের জন্য এতে আছে ইউএসবি টাইপ সি পোর্ট।