গ্যালাক্সি নোট ২০ আল্ট্রাতে সেই সব কিছু আছে যেগুলো আপনার ২০২০ সালে দরকার হবে। তবে চলুন জেনে নেই এই ফোনে এমন কী জিনিস আছে যার ফলে ২০২০ সালের সকল প্রয়জনীয়তা এই ফোন পুরণ করতে সক্ষম।
এই ফোনে আছে অত্যাধুনিক কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্লাস প্রসেসর। মেমরি হিসেবে দেওয়া হয়েছে ১২ গিগাবাইট এলপিডিডিআর৫ র্যাম ও ১২৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ। তবে আপনি চাইলে এর আরেকটি এডিশন ব্যবহার করতে পারেন যেখানে ইন্টারনাল স্টোরেজে দেওয়া আছে ৫১২ গিগবাইটের স্টোরেজ ক্যাপাসিটি। আর এই দুই এডিশনেই স্টোরেজে ইউএফএস ৩.০ টেকনলজি ব্যবহার করা হয়েছে।
অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের এই ফোনে ডিসপ্লে থাকছে ৬.৯ ইঞ্চির ৪৯৬ পিক্সেল/ইঞ্চি ও ৩০৮৮x১৪৪০ রেজুলেশন বিশিষ্ট ডিসপ্লে। আর এই স্ক্রিনে ব্যবহার করা হয়েছে ১২০ গিগা হার্য বিশিষ্ট অ্যামোলেড-ও ডিস্প্লে।
ক্যামেরার কথা বলতেই হবে কারণ এতে আছে ৩টি রেয়ার ক্যামেরা যেগুলোর স্পেসিফিকেশন যথাক্রমে, ১২ মেগা পিক্সেল, ১০৮ মেগাপিক্সেল ও ১২ মেগাপিক্সেল। এই ৩টি ক্যামেরা দিয়ে আপনি ১২০ ডিগ্রি ফিল্ড ভিউ দিয়ে ছবি তুলতে পারবেন। আর সেলফি ক্যামেরা হিসেবে থাকছে ১০ মেগা পিক্সেলের একটা ক্যামেরা।
তারবিহীন সংযোগ স্থাপনের জন্য এখানে ওয়াইফাই (২.৪ গিগা হার্য ও ৫.০০ গিগা হার্য), ব্লুটুথ ৫.০, আলট্রা ওয়াইড ব্যান্ড, জিপিএস/গ্যালিলিও/গ্লোনাস/বেইডউ, এনএফসি ও এমএসটি।
সেন্সরের কথা বলতে গেলে আমরা জনতে পারি এখানে রয়েছে অ্যাক্সেলেরো মিটার, ব্যারোমিটার, আল্ট্রা সনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, গাইরো সেন্সর, জিও ম্যাগনেটিক সেন্সর, হল সেন্সর, প্রক্সিমিটি সেন্সর ও অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর।
২০৮ গ্রাম ওজনের এই ফোনে ডাস্ট/ওয়াটার রেসিস্টান্স এ আছে আইপি৬৮ রেটিং। এই ফোনের মধ্যে থাকছে ৪৫০০ মিলি অ্যাম্পিয়ারের একটি নন রিমোভাল ব্যাটারি যেখানে তারবিহীন ফাস্ট ভার্জিং এর সুবিধা আছে। আবার আপনি এর চার্জার দিয়ে একসাথে এয়াধিক ফোন তারবিহীনভাবে চার্জ করএতে পারবেন।
গ্যালাক্সি নোট সিরিজের এই ফোন পাওয়া যাবে ৩টি রঙে মাত্র ৯১,০০০ টাকায়।