আগামিকাল চায়নাতে লঞ্চ হতে চলেছে অপো কে ৭ মোবাইলটি। এ ফোনটিতে বাজেট অনুযায়ী দূর্দান্ত স্পেসিফিকেশন দেওয়া হবে। এই ফোনটিতে ব্যাক সাইডে দেওয়া হবে কোয়ার্ড ক্যামেরা সেটাপ, এখানে দেওয়া হবে ৫জি কানেক্টিভিটি। এই ফোনটিতে ব্যাবহার করা হবে ৫০০০ এম এ এইচ এর ব্যাটারি।
প্রথমে আমরা এই মোবাইলটির লুক ও বিল কোয়ালিটি নিয়ে আলোচনা করবো:
অপো কে ৭এক্স এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হবে কোয়ার্ড ক্যামেরা সেটাপ ও সামনে ব্যাবহার করা হবে সিংগেল সেলফি ক্যামেরা। এই ফোনটিতে ব্যাবহার করা হবে সাইড মাউন্টেন ফিংগারপ্রিন্ট সেন্সর ও ফোনটির ডিসপ্লেতে দেওয়া হবে গরিলা গ্লাসের প্রোটেকশন। এই ফোনটিতে ৩টি কালার লঞ্চ করতে যাচ্ছে ওপো, তো এই ফোনটির লুক ও বিল কোয়ালিটি এক কথায় হতে যাচ্ছে দূর্দান্ত।
এবার এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে আলোচনা করা যাক:
অপো কে ৭এক্স এই ফোনটিতে ব্যাবহার করা হবে ৬.৫ ইঞ্চি মাপের ফুল এইচ ডি ডিসপ্লে এবং ডিসপ্লেতে দেওয়া হবে গরিলা গ্লাস ৫ এর প্রোটেকশন। ফোনটির ডিসপ্লে ব্রাইটনেস ভালই দেওয়া হবে, ব্রাইটনেস দেওয়া হবে ৪৮০ ইউনিটস। ডিসপ্লেটি আমাদের কাছে দেখতে ভালো লাগবে তেমনি সূর্যর আলোতে ও ভাল পারফর্ম করবে। তো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি এক কথায় দারুন হতে যাচ্ছে।
এবার এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে আলোচনা করা যাক:
অপো কে ৭এক্স এই ফোনটির ব্যাক সাইডে যে কোয়ার্ড ক্যামেরা সেটাপ দেওয়া হবে এর প্রাইমারি লেন্স দেওয়া হবে ৪৮ মেগাপিক্সেল, এখানে দেওয়া হবে একটি ৮ মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড এংগেল লেন্স, সর্বশেষ যথাক্রমে থাকবে ২ মেগাপিক্সেল এর ম্যাক্রো ও ২ মেগাপিক্সেল এর সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে ৩০ এফ পি এস রেজুলেশনে ৩৮৪০*২১৬০ পিক্সেল এর ভিডিও সাপোর্ট দেওয়া হবে। তো এই ফোনটির বাজেট অনুযায়ী ক্যামেরা আমার কাছে ভাল লেগেছে। এবং এই ফোনটির সামনে ব্যাবহার করা হবে ১৬ মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা। এই ফোনটির সামনের ক্যামেরা দিয়েও ফুল এইচ ডি কোয়ালিটির ভিডিও সাপোর্ট দিবে। এখানে দেওয়া হবে সুপার নাইট মোড, সুপার স্লো মোশান ভিডিও রেকর্ড করার সাপোর্ট। এই ফোনটিতে ক্যামেরা সেকশন এ যা যা দরকার সবই থাকবে।
এবার এই ফোনটির প্রসেসর কোয়ালিটি নিয়ে আলোচনা করা যাক:
অপো কে ৭এক্স ফোনটিতে ব্যাবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগোন ৭৬৫ জি প্রসেসর। জি পি ইউ অ্যাড্রিনো ৬১০। এটি একটি ৭ ন্যানোমিটার এর প্রসেসর। এতে গেমিং এক্সপেরিয়েন্স ভালই দিবে। এই ফোনটিতে থাকবে অ্যান্ড্রোয়িড ১০.০। ২ টি সিম ও এক্সট্রা মেমোরি কার্ড ব্যাবহার করা যাবে। ফোনটির ওজন হবে মাত্র ১৯৪ গ্রাম। রম হবে ২৫৬/১২৮ জিবি ও র্যাম হবে ৮ জিবি। এই ফোনটিতে দ্রুত চার্জিং সিস্টেম আছে। দেওয়া হবে ৩০ ওয়াটের ফাস্ট চার্জার।
এবার এই ফোনটির মূল্য নিয়ে আলোচনা করা যাক:
অপো কে ৭এক্স এই ফোনটির ৬ ৬৪ জিবি ভার্সনটির মুল্য ভারতের রুপি অনুযায়ী হবে ১৬০০০ রুপি যা বাংলাদেশে আসলে হবে ২০০০০-২১০০০ এর আশেপাশে হবে। এবং এই ফোনটির ৮ ২৫৬ জিবি ভার্সনটির মুল্য হবে ভারতের রুপি অনুযায়ী ২০০০০ রুপি যা বাংলাদেশে আসলে হবে ২৪০০০-২৫০০০ এর আশেপাশে হবে বলে আশা করা যাচ্ছে। তো এই ফোনটির মূল্য হিসেবে স্পেসিফিকেশন আমার কাছে বেশ ভালই লেগেছে। আপনি এই ফোনটি কিনতে পারেন।