লো-বাজেটে একের পর এক অসাধারণ মোবাইল বাজারে আনছে ইনফিনিক্স। এবার তারা বাজারে নিয়ে আসল ইনফিনিক্স স্মার্ট ৪।
তো চলুন জেনে নেয়া যাক কি আছে এই মোবাইলে।
প্রথমে কথা বলা যাক মোবাইলটির বিল্ড কোয়ালিটি নিয়ে।মোবাইলটি লো বাজেটের মোবাইল হওয়ায় এর বিল্ড কোয়ালিটি কেমন হবে তা হয়তো আপনারা আন্দাজ করতে পারছেন।মোবাইলটির বডি ডাইমেনশন 167 x 76 x 8.3 মিলি মিটার।ওজন মাত্র ১৮৩ গ্রাম।অবাক করা ব্যাপার হচ্ছে এই মোবাইলটির পিছনে ব্যবহার করা হয়েছে গ্লাস।মোবাইলটি প্লাস্টিক ফ্রেমে তৈরি করা যা এই বাজেটে স্বাভাবিক। মোবাইলটি তে ডুয়েল ন্যানো সিম ব্যবহার করা যাবে।
এবার কথা বলা যাক মোবাইলটির ডিসপ্লে সম্পর্কে!
মোবাইলটি তে দেয়া হয়েছে৬.৬ইঞ্চির আই. পি. এস. এলসিডি ক্যাপাচেটিভ ডিসপ্লে।যার রেজুলেশন ৭২০ x ১৬০০ পিক্সেলস।ডিসপ্লেটির রেশিও ২০ঃ৯।এই বাজেটের জন্য ডিসপ্লে টি মন্দ নাহ।
এবার কথা বলা যাক মোবাইলটির হার্ডওয়ার সেকশন নিয়ে!
মোবাইলটি তে চিপসেট হিসেবে দেয়া হয়েছে মিডিয়া টেক হেলিও এ২২।এটি একটি ১১ন্যানো মিটারের অক্টা কোর প্রসেসর।মোবাইলটি তে জিপিইউ হিসেবে দেয়া হয়েছে পাওয়ার ভিআর জিই৮৩২০।মোবাইলটি রান করবে অ্যান্ড্রয়েড নাইন পাই এ এর গো এডিশন এ।
মোবাইলটিতে স্টোরেজ হিসেবে দেয়া হয়েছে ১৬জিবি রম এবং ১জিবি র্যাম।
এবার মোবাইলের ক্যামেরা সম্পর্কে বিস্তারিত জানা যাক!
মোবাইলটির পিছনে দেয়া হয়েছে ৮মেগা পিক্সেলের একটি ক্যামেরা এবং সামনে দেয়া হয়েছে ৫ মেগা পিক্সেলের একটি ক্যামেরা।এই দামে এই ক্যামেরা সেটাপ যথেষ্ট।
মোবাইলটি তে লাউড স্পিকার,৩.৫৫মিলি মিটার অডিও জ্যাক সব ই আছে।
মোবাইলটি বাজারে পাওয়া যাবে মিড নাইট ব্ল্যাক এবং কসমিক ব্ল কালারে।
বাংলাদেশের বাজারে মোবাইলটির দাম ধরা হয়েছে ৮৯৯০টাকা।