কম দামে অত্যাধুনিক প্রযুক্তির নিত্য-নতুন মোবাইল ফোন আনার ক্ষেত্রে বরাবরই জনপ্রিয় শাওমি। ইতিমধ্যেই সংস্থার একের পর এক ফোন যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে ক্রেতাদের। শুধু ফোনই নয় অন্যান্য একধিক গ্যাজেট ভারতের বাজারে নিয়ে এসেছে শাওমি। এবার উন্নত ক্যামেরা-যুক্ত নয়া ফোন বাজারে আনতে চলেছে শাওমি।
জানা গিয়েছে, শাওমি নতুন একটি foldable ফোন নিয়ে কাজ করছে। এই ফোনে তারা ব্যবহার করতে চলেছে একাধিক নয়া পদক্ষেপ। এই ফোনে থাকবে android 11 ভার্সন অপারেটিং সিস্টেম।
এছাড়াও জানা গিয়েছে, এই ফোনে qualcomm flagship chipset তাকবে। ফোনে থাকছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা। তবে এই ডিভাইসে নির্দিষ্ট কোন প্রসেসর থাকছে কিনা তা এখনও পর্যন্ত জানা যায়নি। শাওমির নতুন এই ফোনের দাম নিয়েও আকর্ষণ থাকছে।
এই মুহূর্তে আন্তর্জাতিক বাজারে একের পর এক কোম্পানি নিয়ে এসেছে অত্যাধুনিক সুবিধাযুক্ত মোবাইল ফোন। যা যথেষ্ট জনপ্রিয়ও হয়েছে গ্রাহকদের কাছে। তবে এবারে মনে করা হচ্ছে শাওমির এই নয়া প্রযুক্তির ফোন নজর কাড়বে ক্রেতাদের।