ওয়ান প্লাসের কিছু মোবাইল সবার মন কেড়েছিল। এবার নতুন করে আসতে চলেছে ওয়ান প্লাস ৯। ২০২১ সালের মার্চ মাসে এই ফোনটি আসতে চলেছে। এবং আরেকটি ফোন সাথে আসবে ওয়ান প্লাস ৯ প্রো।
চলুন সবার প্রথমে আলোচনা করা যাক মোবাইলটির বিল্ড কোয়ালিটি নিয়ে:
মোবাইলটিতে ডিসপ্লে দেওয়া হবে ৬.৬৭ ইঞ্চি বিশিষ্ট অ্যামোল্ড ডিসপ্লে যার রেজুলেশন দেওয়া থাকবে ২৪০০*১০৮০ পিক্সেল এর । মোবাইলটির ব্যাক সাইডে দেওয়া থাকবে গরিলা গ্লাসের প্রোটেকশন।
এবার আলোচনা করে আসি মোবাইলটির ক্যামেরা সেকশন নিয়ে:
এখানে দেওয়া হবে ৬৪ মেগাপিক্সেল এর একটি ক্যামেরা এছাড়া থাকবে ডুয়েল ইডি ফ্ল্যাশ। এই ক্যামেরাতে বহুরকম ফাংশন সহ থাকবে অত্যাধুনিক সব সুটিং মোড। সেলফির জন্য দেওয়া থাকবে ১৬ মেগাপিক্সেল এর একটি ক্যামেরা যার ভিডিও কোয়ালিটি বেশ ভাল থাকবে। খুব ভাল ভাল ভিডিও স্ট্রিমিং করা যাবে এখানে।
এবার আলোকপাত করা যাক আলোচ্য মোবাইলটির হার্ডওয়্যার নিয়ে :
এখানে প্রসেসর দেওয়া হবে কোয়ালকম স্ন্যাপড্রাগোন ৮৭৫ অক্টাকোর প্রসেসর। এই মোবাইলটতে ব্যাবহার করা হবে অ্যান্ড্রোয়িড ভার্সন ১১ যা খুবই কম মোবাইলে ব্যাবহার করা হচ্ছে। এটা আমার খুব ভাল লেগেছে। জিপি ইউ দেওয়া হবে অ্যাড্রিনো ৬৬০। ১২ জিবি র্যাম ব্যাবহার করা হবে উক্ত ফোনটিতে। ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে ৫১২ জিবি। এই ফোনটি ৫ জি সাপোর্টেড হবে। ডুয়েল সিম ব্যাবহার করা যাবে এবং সিমগুলো হবে ন্যানো সিম। এরুপ হার্ডওয়্যার থাকার কারণে খুব ভাল মানের গেম খেলা যাবে কোন রকম সমস্যা ছাড়াই। ওয়াই ফাই, ব্লুটুথ সহ যাবতীয় সুবিধা মিলবে এই ফোনটিতে। উক্ত ফোনটিতে দেওয়া হবে ৫০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি। ব্যাটারিটি বেশ চার্জ ধরে রাখার সক্ষম দিবে। এবার যাওয়া
যাক ওয়ান প্লাস ৯ এর মূল্য নিয়ে :
ওয়ান প্লাস ৯ এর মুল্য ধরা হবে ভারতে ৭৪০০০ রুপি। ওয়ান প্লাসের মত মোবাইল ফোনের মূল্য এমন হওয়ারই কথা। আরেকটি বিষয় হচ্ছে ওয়ান প্লাস ৯ এর সাথে দেওয়া হবে ওয়ারেন্টি কার্ড যার মেয়াদ দেওয়া হবে ১ বছর।