গত বছর জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ভিভো তাদের ওয়াই সিরিজের ভিভো ওয়াই১২ স্মার্টফোনটি বাজারে এনেছিল। তারপর তারা এর S-ভ্যারিয়েন্ট বাজারে আনার কথা ঘোষণা করে। চলতি বছরের জুলাই মাসে ভিভো ওয়াই১২এস কে গুগল প্লে কনসোলে অন্তর্ভুক্ত করা হয়। তবে আবার চীনা স্মার্টফোন কোম্পানিটি ভিভো ওয়াই১২এস ফোনটিকে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। হংকং, ইন্দোনেশিয়া সহ এশিয়ার একাধিক দেশে ফোনটি পাওয়া যাবে। ভিভো ওয়াই১২এস ফোনের প্রধান প্রধান ফিচার হল ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, ৫০০০ এমএএইচের ব্যাটারি, মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর।
ভিভো ওয়াই১২এস স্মার্টফোনটি ৬.৫১ ইঞ্চির এইচডি প্লাস ডিউড্রপ নচ ডিসপ্লে ডিজাইনে এসেছে। এই ডিসপ্লের পিক্সেল রেজোলিউশন ৭২০x১৬০০ এবং আসপেক্ট রেশিও ২০:৯। ভিভো ওয়াই১২এস ফোনটিতে মিডিয়াটেক হেলিও পি৩৫ চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনটি ৪ জিবি পর্যন্ত র্যাম ও ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ বিকল্পে পাওয়া যাবে। এছাড়া মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ বাড়ানোর সুযোগ আছে।
ফটোগ্রাফির জন্য ভিভো ওয়াই১২এস ফোনের পিছনে আছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার ডিজাইন আয়তকার। এর প্রাইমারি ক্যামেরাটি ১৩ মেগাপিক্সেলের (অ্যাপারচার এফ/২.২)। এর সাথে থাকছে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা (অ্যাপারচার এফ/২.৪)। এছাড়া ভিভো ওয়াই১২এস ফোনে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ভিভো ওয়াই১২এস ফোনটি ৫০০০ এমএএইচের ব্যাটারির সাথে এসেছে। চার্জিংয়ের জন্য এতে আছে মাইক্রো ইউএসবি পোর্ট। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১০ নির্ভর Funtouch11 ইন্টারফেসে চলে। সিকিউরিটির জন্য এই ফোনে আছে ফেস আনলক ও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
কানেক্টিভিটির কথা বললে ভিভো এর এই ফোনটিতে রয়েছে ৪ জি ভিওএলটিই, ২.৪ গিগাহার্টজ ওয়াইফাই, ব্লুটুথ ৫.০, জিপিএস, মাইক্রো ইউএসবি ২.০ এবং ৩.৫ এমএমের অডিও জ্যাক।