গত মাসের মাঝামাঝিতে বাজারে এসেছিলো হুয়াওয়ের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন লাইনআপ হুয়াওয়ে মেট ৪০ সিরিজ। নতুন হুয়াওয়ে মেট ৪০’তে পাওয়ারফুল পারফর্মেন্স এর জন্য যেমন রয়েছে কিরিন ৯০০০ চিপসেট সাপোর্ট, তেমনি রয়েছে বেটার অপটিমাইজেশনস এবং দুর্দান্ত ক্যামেরা। সাম্প্রতিক কালে হুয়াওয়ের সময় ভালো কাটলেও, চীনে প্রথম সেলেই বাজিমাত করেছে হুয়াওয়ে মেট ৪০ সিরিজ। জেডি ডট কমে মাত্র ১১ সেকেন্ডে প্রায় ১০ কোটি ইউয়ান সমমূল্যের হুয়াওয়ে মেট ৪০ সিরিজ স্মার্টফোন বিক্রি করতে সক্ষম হয়েছিল হুয়াওয়ে।
এরই ধারাবাহিকতায় হুয়াওয়ে মেট ৪০ সিরিজের সেল আরও বাড়াতে সম্প্রতি একটি অভাবনীয় অফার ঘোষণা করেছে চীনের শীর্ষ স্থানীয় ই-কমার্স প্লাটফর্ম Huihuibao.com। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ২৬ নভেম্বর যারা ৬,৪৯৯ ইউয়ানের (প্রায় ৮৪,১০০ টাকা) হুয়াওয়ে মেট ৪০ প্রো অর্ডার করবেন, তারা উপহার হিসেবে হুয়াওয়ে মেট ৪০ প্রো এর সাথে আইফোন ১২ এর ৬৪ জিবি মডেলটি পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। এই কম্পাইনের স্টক খুবই লিমিটেড থাকবে, অর্থাৎ যারা আগে আসবেন তারাই পাবেন আইফোন ১২ গিফট।
রিপোর্ট অনুযায়ী, গত বছরের হুয়াওয়ে মেট ৩০ সিরিজের তুলনায় এ বছর অনলাইন মার্কেটপ্লেসে হুয়াওয়ে মেট ৪০ সিরিজের বিক্রি বেড়েছে প্রায় ৬০০ গুনেরও বেশি। ধারনা করা হচ্ছে ১ ঘন্টায় হোম ডেলিভারি এবং একবছরের ফ্রি ব্যাটারি রিপ্লেসমেন্ট আকর্ষন টেনেছে ক্রেতাদের, যা ফোনগুলোর অভাবনীয় বিক্রির অন্নতম কারণ। তাছাড়া নতুন হুয়াওয়ে মেট ৪০ ফোনটিতে রয়েছে ৫ ন্যানোমিটার আর্কিটেকচার বেজ্ড হুয়াওয়ের লেটেস্ট ফ্ল্যাগশিপ চিপসেট কিরিন ৯০০০ চিপসেট দুর্দান্ত ক্যামেরা এবং অনবদ্য ডিজাইন।
যদিও ইউএস ব্যানের কারনে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে হুয়াওয়ে, যার ফলে গ্লোবাল মার্কেটে কিছুটা ব্যবসা হারালেও চীনে ৪৫ শতাংশ দখল করে নিজেদের অবস্থান শক্ত করে রেখেছে হুয়াওয়ে। তবে আশার কথা হলো ধীরে ধীরে সকল বাধা কাটিয়ে উঠছে হুয়াওয়ে, আগামী কিছু দিনের মধ্যে স্মার্টফোন উৎপাদনের গুরুত্বপূর্ণ উপাদানগুলো আবারো আমদানি করতে পারবে হুয়াওয়ে। এখন দেখার বিষয় হচ্ছে হুয়াওয়ের পরবর্তী কী হয়।