ডিসেম্বরের ৪ তারিখে ভারতে লঞ্চ হতে চলেছে টেকনো পোভা স্মার্টফোনটি। ইতিমধ্যে নাইজেরিয়া এবং ফিলিপাইন এ এই ফোনটি পাওয়া যাচ্ছে।
চলুন এই মোবাইল ফোনটির স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করা যাক।
টেকনো পোভাতে দেওয়া হয়েছে ৬.৮ ইঞ্চি বিশিষ্ট ফুল এইচ ডি ডিসপ্লে যার রেজুলেশন দেওয়া হয়েছে ৭২০*১৬৪০ পিক্সেল। এই মোবাইলটির আয়তন ১৭১.২৩*৭৭.৫৭*৯.৪ মিলিমিটার। অ্যান্ড্রোয়িড ১০ ব্যবহার করা হয়েছে এই মোবাইলটিতে। এই ফোনটিতে অক্টাকোর মিডিয়াটেক হেলিও জি ৮০ এস ও সি প্রসেসর দেওয়া হয়েছে। তাছাড়া মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ফোন স্টোরেজ। টেকনো পোভাতে কোয়াড রিয়ার ক্যামেরা সেটাপ দেওয়া হয়েছে। যার প্রাথমিক ক্যামেরাটি ১৩ মেগাপিক্সেল এর এবং ২ মেগাপিক্সেল এর ২ টি সেন্সর। এবং ৪র্থ টি এ আই এইচ ডি লেন্স। টেকনো পোভাতে সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেল এর একটি ক্যামেরা। ওয়াই ফাই, ব্লুটুথ, ফিংগার প্রিন্ট সহ যাবতীয় সুবিধা রয়েছে এই ফোনটিতে। টেকনো পোভা মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৬০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি যার ব্যাটারি ব্যাকআপ বেশ ভাল হবে। ফাস্ট চার্জিং এর জন্য দেওয়া হয়েছ ১৮ ওয়াট এর ফাস্ট চার্জিং ক্যাপাসিটি।
এবার আলোচনা করা যাক টেকনো পোভা মোবাইলটির মূল্য নিয়ে:
টেকনো পোভা মোবাইলটির মূল্য ধরা হয়েছে ফিলিপাইন এর মূল্য ৬,৯৯৯ পি এইচ পি। এই মোবাইলটি ম্যাজিক ব্লু, স্পিড বেগুনি ও কালো রং এ পাওয়া যাবে। আমার কাছে ভালই লেগেছে মোবাইলটি আপনি ও ব্যবহার করে দেখতে পারেন।