স্যামসাং একটি জনপ্রিয় ব্র্যান্ড যার গুনাগুন বলার অপেক্ষা রাখেনা। এবার স্যামসাং এর ইয়ারবাডস আসছে যার মডেলটি লেভেল ইউ ২ নেকব্যান্ড।
স্যামসাং এর এই সর্বশেষ মডেলটি আসছে ৫ বছর পর। উক্ত ইয়ারবাডস এর আকার ১৪৬x৩৯x১৭০ মিলিমিটার এবং এর ওজন মাত্র ৪১.৫ গ্রাম। স্যামসাং লেভেল ইউ ২ ১২ মিলিমিটার ড্রাইভার এর সাথে আছে যার ৩২ ওহম এবং ২০,০০০ হার্জ পর্যন্ততে সারা দিতে পারে। এই মাইক্রোফোন এর ইয়ারবাডসটি ব্লুটুথ এর মাধ্যমে ও চলতে পারে এমনভাবে তৈরী করা হয়েছে। উক্ত ইয়ারবাডসটির সাথে দেওয়া হয়েছে ৪ টি বাটন যার দ্বারা কল রিসিভ, কল রিজেক্ট, কল মিউট করা যাবে। উক্ত ইয়ারবাডসটির সাথে ইউ এস বি টাইপ সি পোর্ট চার্জিং দেওয়া হয়েছে। সর্বোচ্চ ১৮ ঘন্টা পর্যন্ত প্লেব্যাকে চার্জ যাবে এই ইয়ারবাডসটির। শুধুমাত্র কালো রং এ পাওয়া যাবে এই ইয়ারবাডসটি।
স্যামসাং লেভেল ইউ ২ ইয়ারবাডস এর মূল্য:
এই ইয়ারবাডসটির মূল্য ধরা হয়েছে ৫৫,০০০ কে আর ডব্লিউ যার ভারতীয়য় মূল্য ৩৭০০ রুপি। এই ইয়ারবাডস এখন পাওয়া যাবে শুধুমাত্র দক্ষিন কোরিয়ার বাজারে।