জানুয়ারিতেই লঞ্চ হতে পারে স্যামসাংয়ের গ্যালাক্সি এস২১ সিরিজ। এই ফ্ল্যাগশিপ সিরিজের এস২১ , এস২১ প্লাস, এবং এস২১ আল্টা ফোনগুলি কখন বাজারে আসবে, স্মার্টফোন অত্যুৎসাহীরা এখন তারই প্রতীক্ষায়। অফিসিয়াল লঞ্চের আগেই এস২১ সিরিজের স্পেসিফিকেশনও একে একে আমাদের সামনে এসেছে। এবার একটি ইটালিয়ান অনলাইন পাবলিকেশন থেকে স্যামসাং গ্যালাক্সি এস২১ প্লাস ফোনের ডাইমেনশন এবং সেইসঙ্গে একটি সাউথ কোরিয়ান ব্লগ থেকে এস২১ সিরিজের তিনটি ফোনেরই সম্ভাব্য দামের বিষয়ে তথ্য পাওয়া গেছে।
@Xleaks থেকে ডেভিডের সহযোগিতায় Coverpigtou, স্যামসাং গ্যালাক্সি এস২১ প্লাস ফোনটির ক্যাড রেন্ডার শেয়ার করা হয়েছে। সেই অনুযায়ী এস২১ প্লাস ফোনটি লম্বায় হবে ১৬১.৫৫ মিমি, চওড়ায় ৭৫.৬ মিমি, এবং ৭.৮৬ মিমি পাতলা। স্যামসাং গ্যালাক্সি এস২১ প্লাস ফোনের ট্রিপল ক্যামেরা সেটআপ উল্লম্বভাবে অবস্থিত থাকবে। এলইডি ফ্ল্যাশটি ক্যামেরা মডিউলের বাইরে প্রাইমারি ক্যামেরার পাশে রাখা হয়েছে। ফিজিক্যাল বাটনগুলি আছে ফোনের ডানদিকে। উল্লেখযোগ্য বিষয়, স্যামসাংয়ের গতবছরের ফ্ল্যাগশিপ এস২০ সিরিজের মতো এখানে ক্যামেরা থাকছে না। ফলে এখানে একটা নতুনত্ব চোখে পড়বে।
স্যামসাং গ্যালাক্সি এস২১ প্লাস ফোনে ৬.৭ ইঞ্চি এফএইচডি প্লাস এলটিপিএস ডিসপ্লে দেওয়া হবে। যার রিফ্রেশ রেট থাকবে ১২০ হার্টজ। ট্রিপল ক্যামেরা সেটআপের এই ফোনে থাকবে ১২ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, এবং ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। এই ফোনে পাওয়া যাবে ৪৮০০ এমএইচ ব্যাটারি। এতে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে বলে জানা গেছে। কানেক্টিভিটি অপশান হিসেবে থাকবে 5G, Wi-Fi 6, ব্লুটুথ ৫.১। এটি ফ্যান্টম সিলভার, ফ্যান্টম ব্ল্যাক, এবং ফ্যান্টম ভায়োলেট কালার অপশানের সাথে আসতে পারে।