শাওমি এমআই ১১ সদ্য ঘোষণা প্রাপ্ত চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ এসওসি এর সাথে দেওয়া হবে এবং বিষয়টি অফিসিয়ালি বলা হয়েছে।
এই মোবাইলের বিষয়ে গোপনীয়তা রাখা হলে ও কিছু বিষয় জানা গেছে যেমন এই মোবাইলটিতে দেওয়া হবে ৪৮ মেগাপিক্সেল এর রিয়ার ক্যামেরা এবং র্যাম দেওয়া হবে কমপক্ষে ৬ জিবি। অ্যান্ড্রোয়িড ভার্সন ১১ দেওয়া হবে এখানে। এই মোবাইলটির আরেকটি এম আই ১১ প্রো জানুয়ারিতে পাওয়া যাবে। শাওমি এমআই ১১ এ এমআই ১১ প্রো এর মতই কিউ এইচ ফি প্লাস ডিসপ্লে হবে এবং রিফ্রেশ রেট হবে ১২০ হার্জ। চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগোন ৮৮৮ এস ও সি থাকবে।
এছাড়া শাওমি এমআই ১১ এর মত অন্য কোম্পানি যেমন আসুস, ব্ল্যাক শার্ক, লেনোভো, এল জি, মিজু, মোটোরোলা, নুবিয়া, রিয়েলমি, ওয়ানপ্লাস, ওপো, ভিভো এগুলোতে ও স্ন্যাপড্রাগন ৮৮৮ এসওসি এর সংযুক্ত করা হবে।