স্মার্টফোন কোম্পানি গুলো একের পর এক অসাধারণ ফিচারস সম্পন মোবাইল আনছে বাজারে.২০২১ সালে বাজারে আসতে চলেছে অঙ্ক গুলো মোবাইল।নিচে মোবাইল গুলোর তালিকা দেয়া হলোঃ-
১/ভিভো ওয়াই৫২এসঃ মোবাইলটি তে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়া টেক ডাইমেনসিটি ৭২০(৫জি)।ক্যামেরা হিসেবে থাকবে ৪৮মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটাপ।স্টোরেজ অপশনে থাকবে ৮জিবি র্যাম এবং ১২৮ জিবি রম।বাংলাদেশের বাজারে মোবাইলটির বাজার মূল হতে পারে ২৬হাজার টাকা।
২/শাওমি রেডমি ৯ পাওয়ারঃ মোবাইলটি তে প্রসেসর হিসেবে থাকছে স্নাপড্রাগন ৬৬২।ক্যামেরা হিসেবে থাকবে ৪৮মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটাপ।স্টোরেজ অপশনে থাকবে ৪/৬/৮জিবি র্যাম এবং ১২৮/২৫৬ জিবি রম।বাংলাদেশের বাজারে মোবাইলটির বাজার মূল হতে পারে ১৫হাজার টাকা।
৩/শাওমি এমআই ১০ আইঃ শাওমি এমআই ১০ আই তে প্রসেসর হিসেবে থাকছে স্নাপড্রাগন ৭৫০ জি(৫জি)।ক্যামেরা সেকশনে থাকছে ১০৮মেগা পিক্সেলের কোয়াড ক্যামেরা সেটাপ।স্টোরেজ অপশনে থাকবে ৬/৮জিবি র্যাম এবং ১২৮/২৫৬ জিবি রম।বাংলাদেশের বাজারে মোবাইলটির বাজার মূল হতে পারে ২২হাজার টাকা।
৪/অপো এ৫৩ ৫জিঃ মোবাইলটি তে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়া টেক ডাইমেনসিটি ৭২০(৫জি)।ক্যামেরা হিসেবে থাকবে ১৬মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটাপ।স্টোরেজ অপশনে থাকবে ৪/৬জিবি র্যাম এবং ১২৮জিবি রম।ক্যামেরা সেকশনে থাকছে ১৬মেগা পিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটাপ।বাংলাদেশের বাজারে মোবাইলটির বাজার মূল সম্পর্কে কোন কিছু জানা যায় নাই।
৫/মোটোরোলা জি ৫জিঃ মোটোরোলা জি ৫জি তে প্রসেসর হিসেবে থাকছে স্নাপড্রাগন ৭৫০ জি(৫জি)।ক্যামেরা সেকশনে থাকছে ৪৮মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটাপ।স্টোরেজ অপশনে থাকবে ৪/৬জিবি র্যাম এবং৬৪/ ১২৮জিবি রম।বাংলাদেশের বাজারে মোবাইলটির বাজার মূল ৩৫হাজার টাকা ।