১০ ডিসেম্বর। কয়েকটি দিনের অপেক্ষা মাত্র। আনুষ্ঠানিকভাগে উন্মোচনের মধ্য দিয়ে বাজারে আসতে যাচ্ছে নতুন ফাইভজি স্মার্টফোন। উন্মোচনের আগেই ফাঁস হয়ে গেছে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো ফাইভ জি সিরিজের স্মার্টফোনের দাম, স্পেসিফিকেশন ও মডেল।
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, অপো ফাইভ জি নেটওয়ার্কের তিনটি স্মার্টফোন আনতে যাচ্ছে। সেগুলো হলো অপো রেনো৫, অপো রেনো৫ প্রো এবং অপো রেনো৫ প্রো প্লাস। এর মধ্যে দুটির বিবরণ প্রকাশ হয়ে গেছে।
এনডিটিভির গেজেট অনুযায়ী, ১০ ডিসেম্বর চীনে অপো রেনো৫ ফাইভ জি সিরিজ উন্মোচনের দিন ধার্য করা ছিল। এরই মধ্যে দুটি মডেল সম্পর্কে বিস্তারিত যেমন স্পেসিফিকেশন, বর্ণনা এবং দাম ফাঁস হয়ে গেছে। অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে আসছে অপো রেনো৫ এবং অপো রেনো৫ প্রো উভয়টি ফাইভজি নেটওয়ার্কের আওতায়। তিন রঙে আসছে অপোর এই মডেল দুটি যেখানে থাকছে হিউজ স্টোরেজ।
এদিকে, চায়না টেলিকম তাদের ওয়েবসাইটে অপোর ফাঁস হওয়া মডেল দুটির বিস্তারিত জানিয়েছে। যার মধ্যে ভ্যানিলা অপো রেনো৫ ফাইভজি আসছে দুটি অবয়বে। যেখানে থাকবে ৮/১২৮ জিবি এবং ১২/২৫৬ জিবি র্যাম ও স্টোরেজ। ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, ৪ হাজার ৩০০ মিলিঅ্যাম্পহার্জ ব্যাটারিযুক্ত ফোনটির দাম পড়বে বাংলাদেশি টাকায় ৪৩ হাজার ২২৬ টাকা। যা পরে ঠেকতে পারে প্রায় ৪৯ হাজার টাকায়।
অন্যদিকে, ফাঁস হওয়া অপো রেনো৫ প্রো একইভাবে দুটি অবয়বে আসছে। ফোনটির ওজন ১৭৫ গ্রাম। ৬.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে, সঙ্গে থাকছে ৪ হাজার ৩০০ মিলিঅ্যাম্পহার্জ ব্যাটারি। শীর্ষ স্তরের মডেলের স্মার্টফোনটির দাম পড়বে ৫১ হাজার ৭৫ এবং ৫৬ হাজার ৩১৬ টাকা।