শাওমি মোবাইলের সর্বশেষ মোবাইলটি লঞ্চ হয়েছিল রেডমি নোট ৯ ৪জি এর। এবার আসছে রেডমি ৯ পাওয়ার নিয়ে। ডিসেম্বরের ১৫ তারিখে এর আত্মপ্রকাশ করা হবে বলে জানা গেছে। এবার দেখে আসি চলুন এই মোবাইলে কি থাকছে।
রেডমি ৯ পাওয়ার এর স্পেসিফিকেশন :
রেডমি ৯ পাওয়ার এ দেওয়া হবে ৬.৬৭ ইঞ্চি বিশিষ্ট ফুল এইচডি ডিসপ্লে যার রেজুলেশন হবে ১০৮০*২৩৪০ পিক্সেল এর। এই মোবাইলটিও ৪জি হবে বটে। সম্প্রতি প্রকাশিত রেডমি নোট ৯ এর মতই স্পেসিফিকেশন হবে এটির ও। রেডমি ৯ পাওয়ার এ চিপসেট থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগোন ৬৬২ এস ও সি। এবং দেওয়া হবে ৬০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি যার ফাস্ট চার্জিং এর জন্য থাকবে ১৮ ওয়াট এর ফাস্ট চার্জিং ক্যাপাসিটি। এই মোবাইলটির ২ টি ভেরিয়েন্টে আসতে পারে একটি ৪ জিবি র্যাম + ৬৪ জিবি ফোন স্টোরেজ এবং আরেকটি ৪ জিবি র্যাম+ ১২৮ জিবি ফোন স্টোরেজ। এটি সবুজ, নীল এবং কালো রং এ আসতে পারে। উক্ত ফোনটির প্রাথমিক ক্যামেরাটি দেওয়া হবে ৪৮ মেগাপিক্সেল এর। চলতি মাসের ১৫ তারিখে মোবাইলটির আত্মপ্রকাশ করার কথা আছে এবং তখনই বলা যাবে এই মোবাইলটির বিস্তারিত।