মটো জি৯ পাওয়ার মোবাইল ফোনটি ভারতে চালু হয়ে গেছে। মোবাইলটি বেশ জনপ্রিয়তা পাচ্ছে। চলুন দেখে আসি কি কি থাকছে মোটো জি ৯ পাওয়ার এ।
মটোরোলা মোবাইলের মটো জি ৯ পাওয়ার এ দেওয়া হয়েছে ৬.৮ ইঞ্চি বিশিষ্ট ফুল এইচডি ডিসপ্লে যার রেজুলেশন দেওয়া হয়েছে ৭২০*১৬৪০ পিক্সেল। এই মোবাইলটির ওজন মাত্র ২২১ গ্রাম এবং যার আয়তন ১৭২.১৪*৭৬.৭৯*৯.৬৬ মিলিমিটার। এই মোবাইলটিতে থাকছে অ্যান্ড্রোয়িড ১০ ভার্সন। এছাড়া এখানে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগোন ৬৬২ এস ও সি অক্টাকোর প্রসেসর। এই মোবাইলের একটি আই পি ৫২ রেটযুক্ত পানি প্রতিরোধক বিল্ড ও রয়েছে।
এই মোবাইলটিতে ত্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ দেওয়া হয়েছে যার প্রাথমিক ক্যামেরাটি ৬৪ মেগাপিক্সেল এর, ২ মেগাপিক্সেল এর ম্যাক্রো লেন্স সেন্সর, ২ মেগাপিক্সেল এর ডেপথ সেন্সর। এছাড়া সেলফির জন্য দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেল এর একটি ক্যামেরা। ক্যামেরা গুলির কোয়ালিটি বেশ ভাল দেওয়া হয়েছে এখানে। ইউ এস বি পোর্ট ৩, ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, ব্লুটুথ, ওয়াইফাই সহ যাবতীয় সুবিধা মিলবে এখানে।
মোটো জি ৯ পাওয়ার মোবাইলটিতে দেওয়া হয়েছে ৪ জিবি র্যাম+ ১২৮ জিবি ফোন স্টোরেজ। অতিরিক্তভাবে ৫১২ জিবি পর্যন্ত এস ডি কার্ড ব্যবহার করা যাবে ফোনটিতে। এই মোবাইলটিতে দেওয়া হয়েছে ৬,০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি যার সাথে দেওয়া হয়েছে ২০ ওয়াটের ফাস্ট চার্জিং ক্যাপাসিটি। ব্যাটারি ব্যাকআপ বেশ ভালই দেবে এখানে।
এবার আলোচনা করা যাক মোটো জি ৯ পাওয়ার এর মূল্য নিয়ে:
মোটো জি ৯ পাওয়ার মোবাইলটির মূল্য নির্ধারন করা হয়েছে ৪জিবি র্যাম+১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের জন্য ভারতীয় মূল্য অনুযায়ী ১১,৯৯৯ রুপি। এটি ১৫ই ডিসেম্বর থেকে ফ্লিপকার্টে পাওয়া যাবে।