সম্প্রতি কালে দেশের হায়ারমিড রেঞ্জ বাজেটে কোন ডিভাইস নেই বললেই চলে।এই অবস্থায় খেলে দিতে বাজারে এসেছে স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই বা ফ্যান এডিশন।তো চলুন জেনে যাক ফোনটি সম্পর্কে।
প্রথমে কথা বলা যাক মোবাইলটির বিল্ড কোয়ালিটি নিয়ে!
মোবাইলটি অ্যালুমিনিয়াম ফ্রেমে তৈরি যার সামনে গ্লাস এবং পিছনে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে।এর বডি ডাইমেনশন 159.8 x 74.5 x 8.4 মিলিমিটার।মোবাইলটির ওজন ১৯০গ্রাম।এতে সিংগেল এবং ডুয়েল সিম উভয় ভেরিয়েন্ট এ পাওয়া যাবে।
ডিসপ্লে সেকশনে মোবাইলে ব্যবহার করা হয়েছে ৬.৫ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে।যার রেজুলেশন ১০৮০*২৪০০ পিক্সেলস।এতে সর্বোচ্চ ১২০হার্জ পর্যন্ত স্ক্রিন রিফ্রেশমেন্ট এর সুবিধা আছে।
এবার আসা যাক মোবাইলটির হার্ডওয়ার সেকশন নিয়ে।এতে অপারেটিং সিস্টেম হিসেবে দেয়া হয়েছে ওয়ান ইউআই২.৫।যা অ্যান্ডইয়েড ১০ এর অপর বেস করে চলছে।এতে প্রসেসর হিসেবে দেয়া হয়েছে স্নাপড্রাগন ৮৬৫।এটী একটি ৭ন্যানোমিটার এর অক্টা কোর প্রসেসর।এর সাথে জিপিইউ হিসেবে আছে অ্যাড্রিনো ৬৫০। এর সাথে স্টোরেজ হিসেবে আছে ১২৮/২৫৬জিবি রম এবং ৬/৮জিবি র্যাম ভেরিয়েন্ট।
এবার আসা যাক মোবাইলের ক্যামেরা সেকশেন!
মোয়াইলের পিছনে দেয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটাপ,যার একটি ১২মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং ৮মেগা পিক্সেলের ওয়াইড ক্যামেরা এবং ১২মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা।সামনে থাকছে ৩২মেগাপিক্সেলের ১টি ক্যামেরা। সামনে এবং পিছনের উভয় ক্যামেরা দিয়ে ভিডিও করা যাবে 4k-30/60,1080P-30/60/120fps.
মোবাইলটি তে স্টেরিও স্পিকার থাকলেও থাকছে ৩.৫৫মিলিমিটার অডিও জ্যাক।এছাড়া থাকছে ডুয়েল ব্যান্ড জিপিএস ,ব্লটুথ ৫.০ এবং এফ এম রেডিও ।মোবাইলের সিকিউরিটি অপশনে দেয়া হয়েছে ফিঙ্গার প্রিন্ট এবং ফেস আনলক।এতে দেয়া হয়েছে ৪৫০০মিলি আম্পিয়ার এর নন রিমুভেবল ব্যাটারি।ব্যাটারি কে চার্জ করতে এর সাথে ২৫ওয়াট এর ফাস্ট চার্জিং এর সুবিধা।মোবাইলটি বাজারে ক্লাউড লাভেন্ডার,ক্লাউড নেভি এবং ক্লাঊড নেভি কালারে পাওয়া যাচ্ছে।
বাংলাদেশের বাজারে মোবাইলটির মূল্য ৬০-৭০হাজার টাকার মধ্যে হবে বলে ধারনা করা হচ্ছে।