২০১৮ সালের পর ২০১৯ সালে শাওমির সাব-ব্র্যান্ড পোকো লাইনআপের কোনো ফোন বাজারে না আসায় শাওমির ফ্ল্যাগশিপ কিলার এবং ভ্যালু ফর মানি সেকশনে একটি শূন্যস্থান তৈরি হয়। এটি পূরণ করতে শাওমি গত বছর লঞ্চ করে রেডমি কে২০ ও রেডমি কে২০প্রো। অ্যামোলেড ডিসপ্লে, পপ-আপ ক্যামেরা, ফাস্ট চার্জিং সাপোর্ট সহ তখনকার লেটেস্ট প্রসেসর নিয়ে পোকোফোনের মতই জনপ্রিয়তা পায় রেডমি কে সিরিজ।
এরপর থেকেই রেডমি কে সিরিজকে চলমান রাখার সিদ্ধান্ত নেয় শাওমি। এরই ধারাবাহিকতায় এবার বাজারে আসতে চলেছে রেডমি কে লাইনআপের পরবর্তী স্মার্টফোন রেডমি কে৪০ সিরিজ। সম্প্রতি My Drivers এর একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, ২০২০ সালের শেষের দিকে বাজারে আসবে নতুন রেডমি কে৪০। তবে রেডমি কে ৪০প্রো’কে পেতে হলে অন্তত ২০২১ সালের মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে ফ্যানসদের। উল্লেখ্য, রেডমি কে৩০ ডিভাইজটিও ২০১৯ এর ডিসেম্বরে এবং রেডমি কে৩০ প্রো ’কে ২০২০ সালের মার্চে বাজারে এনেছিল শাওমি।
অনলাইনে লিক হওয়া রিপোর্ট অনুসারে রেডমি কে৩০ ও রেডমি কে৩০ প্রো এর থেকে অনেকটাই আলাদা হবে আপকামিং রেডমি কে৪০ ও রেডমি কে৪০ প্রো। গুঞ্জন রয়েছে পিল-শেপড ক্যামেরা কাটআউট ও পপ-আপ ক্যামেরা সরিয়ে এবার হয়তো দুটি ফোনেই সিঙ্গেল পাঞ্চহোল ক্যামেরা ব্যবহার করা হবে নতুন ফোনগুলোতে। পরিবর্তন আসতে পারে রেডমি কে৪০ এর ব্যাক প্যানেলেও। জনপ্রিয় লিকস্টার অভিষেক যাদব সম্প্রতি টুইটারে শেয়ার করেছেন আসন্ন রেডমি কে৪০ এর একটি রেন্ডার ইমেজ।
টুইটারে লিক হওয়া দেখা যায় নতুন ফোনে স্কয়ার ক্যামেরা হাউজিংকে এবার ফোনের বামদিকে নিয়ে এসেছে শাওমি যা দেখতে অনেকটাই Galaxy S20 FE এর মতো। উল্লেখ্য, এগুলো অফিশিয়াল কোনো তথ্য নয়। শাওমি কিংবা রেডমি কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে এখনো এ ব্যাপারে কিছুই বলেনি। রেডমি কে৪০ ও রেডমি কে৪০ প্রো এর অফিসিয়াল কনফার্মেশন পেতে হলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ফ্যানসদের