গ্রাহকদের জন্য কম দামে নতুন স্মার্টফোন আনল ভারতের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্স। ফোনটির মডেল মাইক্রোম্যাক্স ইন নোট ১।
এটি এন্ট্রি লেভেলের স্মার্টফোন। এতে রয়েছে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি রম। ফোনটি ১২৮ রম ভার্সনেও পাওয়া যাবে। ভারতে ৬৪ জিবি রম ভার্সনের দাম ১০ হাজার ৯৯৯ রুপি। এই কনফিগারেশনের ফোন এর চেয়ে কম দামে বাজারে পাওয়া যাচ্ছে না। সে হিসেবে এটা সাশ্রয়ী দামের বলাই যায়।
সাদা ও সবুজ রঙে পাওয়া যাচ্ছে মাইক্রোম্যাক্স ইন নোট ১ মডেলটি।
ফোনটিতে থাকছে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এর প্রসেসর মিডিয়াটেক হেলিও জি৮৫। ফোনের কোয়াড রিয়ার ক্যামেরা সেটাপ মনোলোভা। ফোনের বাঁ দিকের উপরে আয়তাকার ক্যামেরা মডিউল লুকেও বেশ পরিবর্তন এনেছে মাইক্রোম্যাক্স।
ফোনে থাকছে ৪৮ মেগা পিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫ মেগা পিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও ম্যাক্রো শটের জন্য দুইটি ২ মেগাপিক্সেল ক্যামেরা। অন্যান্য মোডের সঙ্গে পিছনের ক্যামেরায় নাইট মোডও থাকছে। ফোনের ১৬ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ফ্রন্ট ক্যামেরাও মন্দ নয়।
ডিভাইসটির ব্যাটারি ব্যাকআপ নিয়েও খুব একটা চিন্তা করতে হবে না। কারণ এই ফোনে থাকছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। ফোনপ্রস্তুতকারী সংস্থার দাবি, একবার ফুল চার্জ হয়ে গেলে ফোনের ব্যবহারের উপরে নির্ভর করে কমপক্ষে ২ দিন পর্যন্ত চার্জ থাকতে পারে। রিভার্স চার্জিংয়ের পাশাপাশি ফাস্ট চার্জিংও সাপোর্ট করে এই ব্যাটারি।
ফোনের বাক্সে থাকছে ১৮ ওয়াটের পাওয়ার অ্যাডপটারও। ফোনের কানেক্টিভিটি অপশনও মন্দ নয়। থাকছে ব্লুটুথ, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই। বায়োমেট্রিক সিকিওরিটির জন্ও থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির ওজন প্রায় ১৯৬ গ্রাম।