শাওমির সাব-ব্র্যান্ড হুয়ামির তৈরি নতুন অ্যামাজফিট বাজারে এলো। স্মার্টওয়াচটির মডেল অ্যামাজফিট জিটিআর ২। সম্প্রতি গ্লোবাল মার্কেটি ওয়াচটি বিক্রি শুরু হয়েছে।
নতুন স্মার্টওয়াচে থাকছে ১.৩৯ ইঞ্চির সার্কুলার অ্যামোলিড ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৪৫৪ x ৪৫৪ পিক্সেলস। পিক্সেল ডেনসিটি ৩২৬ পিপিআই। ডিসপ্লেতে থাকছে টাচ সাপোর্ট ফিচার। থাকছে ওডিএলসি ও অ্যান্টি-ফিঙ্গারপ্রিন্ট কোটিং।
অ্যামাজফিট জিটিআর ২ মডেলের স্মার্টওয়াচে থাকছে হার্ট রেট সেন্সর, ব্লাড-অক্সিজেন মেজারমেন্ট ও ১২ ধরনের স্পোর্টস মোড ফিচার।
ডিভাইসটিতে ওয়াইফাই এবং ব্লুটুথ কানেকটিভিটি থাকছে। একই সঙ্গে ডুয়াল স্যাটেলাইট পজিশনিং ও এনএফসি পরিষেবাও দেওয়া হচ্ছে। এগুলোর পাশাপাশি ফোন নোটিফিকেশন, ডু নট ডিস্টার্ব মোড, ওয়েদার ও অ্যালার্ম নোটিফিকেশন ও অ্যামাজন অ্যালেক্স ভয়েস অ্যাসিট্যান্টের সুবিধা রয়েছে এই ঘড়িতে।
অবসিডিয়ান ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাচ্ছে স্মার্টওয়াচের দুইটি ভ্যারিয়েন্ট।
ব্যাটারি ব্যাকআপও মন্দ নয়। ওয়াচটিতে ৪১৭ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারির দেয়া হয়েছে। শাওমি দাবি করছে এই ডিভাইসের ব্যাটারি লাইফ প্রায় ১৪ দিন।