শিগগিরই বাজারে কম দামি স্মার্টফোন আনছে স্যামসাং। মডেল গ্যালাক্সি এম১২। সম্প্রতি এই ফোনটির তথ্য ও ছবি অনলাইনে ফাঁস হয়েছে। যুক্তরাষ্ট্রের সার্টিফিকেশন অথোরিটি এফসিসি লিস্টিংয়ে গ্যালাক্সি এম১২ দেখা গেছে।
নতুন লিস্টিং থেকে জানা গেছে, গ্যালাক্সি এম১২ মডেলে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি থাকছে। এর আগে গুজব রটেছিল যে, এই ফোনে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকবে। কিন্তু না, তা হচ্ছে না। সাম্প্রতিক লিস্টিং থেকে জানা গিয়েছে, এই ফোনে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকবে।
গত সপ্তাহে গিকবেঞ্চ বেঞ্চমার্কিং ওয়েবসাইটে দেখা গিয়েছিল স্যামসাং গ্যালাক্সি এম১২ মডেল। বেঞ্চমার্ক লিস্টিং থেকে জানা গিয়েছিল, এই ফোনে এক্সিনোস ৮৫০ প্রসেসর দেওয়া হচ্ছে, যা পেয়ার করা থাকবে ৩ জিবি র্যামের সঙ্গে। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যানড্রয়েড ১১ আউট অব বক্স।
ফোনটি প্লাস্টিক ইউনিবডি ডিজাইনে তৈরি। এর ফ্রন্ট প্যানেল ফ্ল্যাট হচ্ছে, আর ক্যামেরা মডিউল চৌকো আকারের। এই ফোনের লুক অনেকটাই গ্যালাক্সি এ৪২ মডেলের মতোই হতে পারে।
বাজারে আসলে সাশ্রয়ী দামে ফোনটি বিক্রি করবে স্যামসাং।