স্যামসাংয়ের বর্তমানে গ্যালাক্সি বাড সিরিজের তিনটি ইয়ারফোন রয়েছে। এগুলো হলো— বাডস, বাডস প্লাস এবং বাডস লাইভ। গুঞ্জন উঠেছে, এই সিরিজে আরও একটি ইয়ারফোন যুক্ত হতে যাচ্ছে। নতুন ইয়ারফোনটির নাম হতে পারে বাডস প্রো।
কয়েকটি ওয়েবসাইটের বরাত দিয়ে প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেট এক প্রতিবেদনে জানায়, স্যামসাং গ্যালাক্সি বাড সিরিজের নতুন ইয়ারফোন ভিন্ন ডিজাইনে বাজারে আসবে। এতে থ্রি-ডি স্পেশাল অডিও নামের একটি ফিচার থাকবে, যা কাজ করবে অ্যাপলের এয়ারপডের মতোই।
স্যামসাংয়ের নতুন ইয়ারফোনের ডিজাইনে ভিন্নতা থাকলেও বাডস প্লাসের সঙ্গে এর কিছু সাদৃশ্য থাকবে। বিশেষ করে বাডস প্লাসের মতোই কোমল হবে এটি। ফাঁস হওয়া তথ্য বলছে, তিনটি ভিন্ন রঙে এসব ইয়ারফোন পাওয়া যাবে। এগুলো হলো— কালো, সাদা এবং নীল বা বেগুনি।
স্যামসাং গ্যালাক্সি বাডস প্রো ইয়ারফোনে ‘ভয়েস ডিটেক্ট’ নামের আকর্ষণীয় একটি ফিচার থাকবে। ব্যবহারকারী কারও সঙ্গে কথা বলার সময় মিডিয়া ভলিউম স্বয়ংক্রিয়ভাবে কমিয়ে দেবে এই ফিচার। নতুন ইয়ারফোনটির দাম কত হবে তা জানা যায়নি।