বেশ ভাল ভাবেই আবার স্মার্টফোন বাজারে ফিরে আসছে এলজি।এবার এলজি বাজারে আনতে চলেছে তাদের নতুন মোবাইল এলজি ভি ৭০ থিংক।
প্রথমে কথা বলা যাক এর বিল্ড কোয়ালিটি নিয়ে!
মোবাইলটি আলুমিনিয়া ফ্রেমে তৈরি ।এর পিছনে ব্যবহার করা হয়েছে গ্লাস ।যাকে সুরক্ষা দেয়ার জন্য আছে গরিলা গ্লাস ৫।এতে সিঙ্গেল এবং ডুয়েল হাইব্রিড সিম স্লট দেয়া হয়েছে।মোবাইলটি আইপি৬৮ ডাস্ট এবং ওয়াটার প্রুভ।
এবার কথা বলা যাক ডিসপ্লে নিয়ে!
মোবাইলটি তে ডিসপ্লে হিসেবে দেয়া হয়েছে ৬.৮ইঞ্চির পি-অলেড ক্যাপাচেটিভ টাচ স্ক্রিন।ডিসপ্লেটির রেজুলেশন ১০৮০*২৪৬০ পিক্সেলস.৩৯৫পিপি আই ডেনসিটি।ডিসপ্লেটির সুরক্ষার জন্য দেয়া হয়েছে গরিয়া গ্লাস ৫।
নেটওয়ার্ক সেকশন !
মোবাইলটি ৫জি সুবিধা সম্বলিত একটি মোবাইল।এছাড়া এতে ৪জি সুবিধা আছে.৫জি সুবিধা থাকলেও তার কোন সুফল আমরা পাবো নাহ কারন বাংলাদেশে এখনো ৫জি চালু হয় নাই।
এবার কথা বলা যাক হার্ডওয়ার সেকশন নিয়ে!
মোবাইলটি তে দেয়া হয়েছে কোয়ালকম এর নতুন চিপসেট কোয়ালকম স্নাপড্রাগন ৮৮৮।এটি একটি ৫ন্যানো মিটারের অক্টা কোর প্রসেসর। এর সাথে জিপিইউ হিসেবে থাকছে এড্রিনো ৬৬০। স্টোরেজ অপশনে দেয়া হয়েছে ৮/১২জিবি র্যাম ভেরিয়েন্ট যার সাথে থাকবে ২৫৬জিবি রম।মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে ১টিবি পর্যন্ত।
এবার কথা বলা যাক হার্ডওয়ার সেকশন নিয়ে!
মোবাইলটি তে দেয়া হয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটাপ।মেইন সেন্সর হিসেবে থাকছে ১০৮ মেগাপিক্সেলের একটি ক্যামেরা।এর সাথে আছে ১৩মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং ৫মেগাপিক্সেলের ডেপথ সেন্সর।সেলফি ক্যামেরা তে থাকছে ১০মেগাপিক্সেলের একটি সেন্সর।ক্যামেরা তে থাকছে এলইডি ফ্লাস এইচডিয়ার এবং প্যানারোমা ফিচার।
এবার কথা বলা যাক ব্যাটারি নিয়ে!
এতে দেয়া হয়েছে ৫০০০মিলি আম্পিয়ার এর নন রিমুভেবল ব্যাটারি।ব্যাটারি কে চার্জ করতে থাকছে ৩০ওয়াট এর ফাস্ট চার্জার।এছাড়া থাকছে ১০ওয়াট এর ওয়ারলেস চার্জিং ।
অন্যানইয় ফিচারস সমুহ!
এতে থাকছে ৩.৫মিলি মিটার, আন্ডারডিসপ্লে ফিঙ্গারপ্রিণ্ট, , ডুয়েল ব্যান্ড জিপিএস ।এছাড়া আরো অনেক অসাধারন ফিচারস।
মোবাইলটি কবে নাগাত বাজারে আসবে এবং এর দাম সম্পর্কে কোন তথ্য পাওয়া যায় নাই।তবে আশা করা যাচ্ছে এই বছরের জুলাই এ ফোন টী মার্কেট এ আসবে।