গত ২৮ ডিসেম্বর চীনে শাওমি লঞ্চ করেছিল তাদের সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন শাওমি এমআই ১১ কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেটের সাথে গত বছরের বিশ্বের প্রথম স্মার্টফোন হিসেবে বাজারে এসেছিলো।
পাওয়ারফুল চিপসেটের পাশাপাশি ২’কে রেজ্যুলুশন এর ১২০ হার্জ অ্যামোলেড ডিসপ্লে, ১০৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং নিয়ে ২০২১ সালের বাজার কাঁপাতে প্রস্তুত ওমি মি ১১। এরইমধ্যে চীনে শেষ হয়ে গেলো শাওমি এমআই ১১ এর প্রথম ফ্ল্যাশ সেল, প্রত্যাশা অনুযায়ী প্রথম সেলেই বাজিমাত করেছে শাওমি এমআই ১১।
সম্প্রতি শাওমি অনুষ্ঠানিক ভাবে একটি ওয়েইবো পোস্টে নিশ্চিত করেছে যে, পহেলা জানুয়ারী মাত্র ৫ মিনিটের ফ্ল্যাশ সেলে চীনে বিক্রি হয়েছে ১.৫ বিলিয়ন চাইনিজ ইউয়ান (প্রায় ১,৯৫৩ কোটি টাকা) সমমূল্যের শাওমি এমআই ১১ ডিভাইজ। ধারণা করা হচ্ছে ৪,৩০০ ইউয়ান গড় দামের প্রায় সাড়ে ৩ লাখ ইউনিট শাওমি এমআই ১১ বিক্রি করেছে শাওমি। এছাড়াও কোম্পানি আরও জানিয়েছে, শাওমি এমআই ১১ এর সেল শুরু হওয়ার আগে ‘শাওমি মল’ ওয়েবসাইটে প্রায় সাড়ে ৮ লাখ প্রি-অর্ডার পড়েছে এই ডিভাইজটির। অর্থাৎ বোঝাই যাচ্ছে, চীনে বর্তমানে চাহিদার শীর্ষে রয়েছে শাওমি এমআই ১১।