গত বছরই লঞ্চ হয়েছিল রিয়ালমির বহুল জনপ্রিয় মিড-রেঞ্জ স্মার্টফোন লাইনআপ রিয়ালমি ৭ সিরিজ। রিয়ালমি ৭ ও রিয়ালমি ৭ প্রো এর রেশ কাটতে না কাটতেই এবার গুজন শুরু হয়েছে এর সাক্সেসর রিয়ালমি ৮ সিরিজ নিয়ে। ইতোমধ্যেই নতুন এই সিরিজ নিয়ে কাজ শুরু করেছে রিয়ালমি। এরই মধ্যে সম্প্রতি চীনের সার্টিফিকেশন ওয়েবসাইট TEENA ও 3c’তে দেখা গিয়েছে রিয়ালমির আপকামিং দুটি মিড-রেঞ্জ স্মার্টফোন।
ওয়েবসাইটে যে দুটি ফোন লিস্টিং হয়েছে তাদের মডেল নাম্বার হলো যথাক্রমে RMX3093 এবং RMX3092। যদিও ফোন দুটির নাম এখনও নিশ্চিত নয়, তবে অনেক টিপ্সটার দাবি করছেন এই দুটি ফোন রিয়ালমি ৮ ও রিয়ালমি ৮ প্রো নামে বাজারে আসতে পারে। এদিকে প্রথম স্মার্টফোনটিকে কিছুদিন আগে গীকবেঞ্চের ডাটাবেসেও পাওয়া গিয়েছে। সেখান থেকে জানা গেছে rmx3092 মডেলের ফোনটিতে থাকবে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৭২০ চিপসেট। স্টোরেজ সম্পর্কে কোনো তথ্য পাওয়া না গেলেও এতে থাকবে ৮ জিবি র্যাম।
অ্যান্ড্রয়েড ১০ প্রিলোডেড হয়ে আসা RMX3093 ফোনটি গীকবেঞ্চে সিঙ্গেল কোর টেস্টে স্কোর করেছে ২৮৭৪ এবং মাল্টি কোর টেস্টে স্কোর করেছে ৮০৮৮ পয়েন্ট। যদিও বিস্ময়ের কারণ এটাই যে ফোনটি ২০২১ সালে আসবে তবু অ্যান্ড্রয়েড ১১ নেই। তবে ফোনটিতে ৫জি সমর্থন থাকবে বলে ধারণা করা হচ্ছে। গুঞ্জন রয়েছে চীনে রিয়ালমি V কিংবা রিয়ালমি Q সিরিজের অধীনেও লঞ্চ হতে পারে এই স্মার্টফোনগুলো।
অন্যদিকে রিয়ালমি RMX3092 ফোনেও আমরা একই স্পেসিফিকেশন দেখেছিলাম। 3C থেকে এও জানা গিয়েছিল এই দুই ফোনে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং ফিচার থাকবে। তবে মনে করা হচ্ছে এদের মধ্যে ক্যামেরা ফিচার ও ডিসপ্লের পার্থক্য থাকতে পারে। এখন দেখার এই দুই ফোন রিয়ালমি ৮ ও রিয়ালমি ৮ প্রো নামে আসে কিনা। কারণ এটা স্পষ্ট যে ফোন দুটি একই সিরিজের হবে।