গ্যালাক্সি এম০২ এস নামে একটি নতুন সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন চালু করেছে স্যামসাং। এটির দাম পড়বে ১২২ ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১০ হাজার টাকারও কম। ফোনটিতে থাকছে একটি অক্টা-কোর সিপিইউ, একটি বড় ব্যাটারি এবং তিনটি ক্যামেরা।
স্যামসাং গ্যালাক্সি M02 এস স্ন্যাপড্রাগন ৪৫০ চিপসেট দ্বারা চালিত। সেটটিতে রয়েছে ৩ জিবি র্যাম এবং ৩২ গিগাবাইট স্টোরেজ। রয়েছে ৪ জিবি র্যাম এবং ৬৪ গিগাবাইট স্টোরেজসহ আরো উচ্চতর মডেল। এ ছাড়া আরো এক টিবি পর্যন্ত বেশি স্টোরেজ করার জন্য একটি মাইক্রোএসডি স্লট রয়েছে।
ফোনের সামনের প্যানেলটি ৬.৫ ইঞ্চির এইচডি+এলসিডির সঙ্গে ৫ এমপি সেলফি শুটার। পেছনে ট্রিপল ক্যামেরা কম্বো ম্যাক্রো এবং একটি ১৩ এমপি মূল ইউনিট এবং ২ এমপি সেন্সর। ফোনের ব্যাটারির ক্ষমতা ৫ হাজার এমএএইচ ইউনিট, যা ইউএসবি-সি পোর্টের মাধ্যমে 15W দ্রুত চার্জ করতে সাহায্য করবে।
এ ছাড়া ব্লুটুথ, ওয়াইফাই, ডুয়েল সিম স্লটসহ একটি ৩.৫ মিমি অডিও জ্যাক এবং একটি এফএম রেডিও রয়েছে। ফোনটি লাল, নীল এবং কালো- এই তিনটি রঙে স্যামসাংয়ের নিজস্ব ওয়েবসাইটে বিক্রি হবে।