এইচপি ল্যাপটপ বেশ জনপ্রিয় এবং ভরসা করার মত একটি ল্যাপটপ। একসময়কার বাজার দখলকারী ল্যাপটপ এটি। বহুল প্রতীক্ষার পরে এই ল্যাপটি আমাদের মাঝে আসছে। চলতি মাসেই পাওয়া যাবে এই ল্যাপটপটি hp.com এ।
চলুন দেখে আসি আলোচিত এই ল্যাপটপটির স্পেসিফিকেশনঃ
এইচপি এনভি ১৪ ল্যাপটপটিতে দেওয়া হয়েছে ১৪ ইঞ্চি বিশিষ্ট আই পি এস ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন হবে ১৯২০X১২০০ পিক্সেল। উক্ত ল্যাপটপটিতে দেওয়া হয়েছে ইন্টেল কোর আই ৫-১১৩৫জি৭ এসওসি ১১ তম জেনারেশন প্রসেসর। এছাড়া র্যাম দেওয়া হয়েছে ১৬ জিবি এবং স্টোরেজ দেওয়া হয়েছে ২৫৬ জিবি এস এস ডি। এইচপি এনভি ১৪ তে দেওয়া হয়েছে ৭২০ পি এইচডি ক্যামেরা এবং সাথে থাকছে ক্যামেরা সুটার। আরো থাকছে ডুয়েল ডিজিটাল মাইক্রোফোন। কি-বোর্ড এ থাকছে ব্যাকলাইট। উক্ত ল্যাপটপটির সাথে দেওয়া হচ্ছে ৬৩.৩ ডব্লিউ এইচ এর ব্যাটারী যার লাইফ টাইম থাকছে ১৬.৫ ঘন্টা। এখানে আরো দেওয়া হচ্ছে ইউ এস বি টাইপ এ পোর্ট , এইচ ডি এম আই ২.০ পোর্ট । সুপার লুকিং এই ল্যাপটপটি স্লিম হবে এবং এটির গুণগত মান বলার অপেক্ষা রাখেনা।
এবার আলোচনা করা যাক এইচপি এনভি ১৪ ল্যাপটপ এর মূল্য নিয়েঃ
চলতি মাসেই এই ল্যাপটপটি পাওয়া যাবে এবং এর মূল্য হবে ৯৯৯ ডলার , যার ভারতীয় মূল্য ৭৩,৩০০ রুপী।