চাইনিজ মার্কেটে নতুন করে রেডমি নোট নাইন সিরিজের নতুন ফোন রেডমি নোট নাইন 5 জি লঞ্চ করেছে। আর এই ফোনটি বাজেট অনুযায়ী খুব পাওয়ারফুল প্রসেসর, দারুন ব্যাটারি, নতুন ডিজাইন অফার করছে।
তাই এই ফোন সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটিতে।
শাওমির এই ফোনটিতে ইউজ করা হয়েছে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে যার পিপিআই ডেনসিটি হল ৩৯৫। তাই বাজেট অনুযায়ী ডিসপ্লে এর সাটনেস খুবই ভালো । ফোনটির রেআরে পাওয়া যাবে প্লাস্টিকের ব্যাক প্যানেল এবং পুরো ফোনটাই প্লাস্টিকের তৈরি। তবে শাওমি এখানে নতুন ডিজাইন আনার চেষ্টা করেছে। অরিও টাইপের ক্যামেরা কাট আউট দেখতে পাব আমরা ফোনটির রেআর সাইডে। রেডমি নোট নাইন ৫ জি এর সফটওয়্যার হিসেবে মি ইউ আর টুয়েলভ এবং অ্যান্ড্রয়েড টেন কে ইউজ করা হয়েছে এবং এখানে আপনারা বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন পেয়ে যাবেন। ফোনটির চিপসেট হিসেবে একটি 5জি প্রসেসর ইউজ করা হয়েছে । কারণ এই ফোনটির নামের সাথে আছে ফাইভ-জি। তাই মিডিয়াটেকের ডায় মান সিটি ৮০০ ইউ প্রসেসর কে ইউজ করা হয়েছে ফোনটির চিপসেট হিসেবে। তাই পাবজি, কল অফ ডিউটির মতো গেমগুলো আপনি এই ফোনটি দ্বারা প্লে করতে পারবেন। তাছাড়া যেহেতু এই প্রসেসরটি শুধুমাত্র ৭ ন্যানোমিটার আর্কিটেকচার এর উপর তৈরি করা হয়েছে । তাই প্রসেসর এর জন্য এই ফোনটি থেকে খুব ভালো পাওয়ার এফিশিয়েন্সি পাওয়া যাবে। তাই বলাই চলে ১৬০০০ থেকে ১৭০০০ বাজেটের এই প্রসেসরটি কিন্তু দারুণ। আর স্টোরিজ ভেরিয়েন্ট হিসেবে শাওমি তিনটি ভেরিয়েন্ট কে লঞ্চ করেছে রেডমি নোট নাইন ৫ জি ফোনের। এখানে৬,১২৮ এবং৮,১২৮ এবং৮,২৫৬ জিবি ভেরিয়েন্ট ইউজ করা হয়েছে।
তাছাড়া স্টোরেজ টাইপ হিসেবে থাকছে ইউ এফ এস ২.২ এর স্টোরেজ। এবং ডেডিকেটেড সাইটের মাধ্যমে আপনারা এই ডিভাইসটির মধ্যে এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। এবার কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা এর ব্যাপারে। ৪৮ মেগাপিক্সেল এর ট্রিপল ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে ফোনটির রেআর সাইডে। এখানে ৪৮ মেগাপিক্সেল এর মেইন সেনসর , ৮ মেগা পিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং২ মেগাপিক্সেল এর ম্যাক্রো সেন্সর রয়েছে। এছাড়াও ফোনটির ফ্রন্ট সাইড এ থাকছে ১৩ মেগা পিক্সেল এর ক্যামেরা সেটআপ।
এছাড়াও ফোনটির মধ্যে নাইট মোড ,স্লো মোশন এর ফিচারসহ আরো বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার দেখতে পাবেন। এবং এখানে রয়েছে ১৩মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা । আর এই ফোনটির পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য ইউজ করা হয়েছে৫০০০ এম এ এইচ এর হিউজ ব্যাটারি। এবং ফোনটির সিকিউরিটি এর জন্য সাইট মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর প্রয়োজনীয় সব সেন্সর তো থাকছেই। আর অন্য সকল শাওমি স্মার্টফোন এর মতই আপনারা এই ফোনের ওপরে পেয়ে যাবেন আই আর ব্লাস্টার সেন্সর যেটা দ্বারা আপনারা সহজেই টি ভি, এসি এবং অন্যান্য রিমোট কন্ট্রোল কৃত যন্ত্র আপনারা এই ফোনটি দিয়েই কন্ট্রোল করতে পারবেন। এবং সর্বশেষে এই ফোনে থাকছে লাউড স্পিকার এবং৩.৫ এমএম জ্যাক। তো বন্ধুরা সর্বশেষে বলা চলে শাওমি কম বাজেটের মধ্যে খুব ভালো একটি ডিভাইস লঞ্চ করেছে ।