বর্তমানে আমরা বিভিন্ন মোবাইল ব্র্যান্ডের সাথে পরিচিত। হোক সেটা বাজেটের মধ্যে কিংবা বাজেটের বাইরে। সেই ছোটবেলা থেকেই অনেক ফোনের নাম শুনতে শুনতে বড় হয়েছি। বড় হওয়ার পরেও পেয়েছি আরও নতুন কিছু ব্র্যান্ড। তো সেরকমই একটি ব্র্যান্ডের নাম হচ্ছে ‘অপ্পো’ মোবাইল ব্র্যান্ড। যে মোবাইল ব্র্যান্ডটি বর্তমানে চেষ্টা চালিয়ে যাচ্ছে বাজেটের মধ্যে ফোনের মডেল বের করার। সেই সাথে বাজারে টক্কর দিচ্ছে আরও অনেক মোবাইল ব্র্যান্ড। আগেও বলেছিলাম এ যেনো এক প্রতিযোগীতা। তো এই প্রচেষ্টা কে না করতে চায়। কাস্টমারদের ধারে কাছে রাখার জন্য এসব মোবাইল ব্র্যান্ডের এই প্রচেষ্টা দেখতে সত্যিই অদ্ভুত লাগে। সেই ধারাবাহিকতায় ‘অপ্পো’ মোবাইল ব্র্যান্ড অনেক চেষ্টা চালাচ্ছে বর্তমানে। সে চেষ্টার একটি ফল হচ্ছে ‘এ ৫৩’ মডেলটি। যেটা তারা বাজারে রিলিজ করে ২০২০ সালের, ২০ আগস্ট তারিখে। চলুন তাহলে, নিচে গিয়ে পড়ে ফেলি এর ব্যাপারে বিস্তারিত কিছু তথ্যঃ⤵
বডিঃ
বডি ডিমেনশনে এই ফোনটি হচ্ছে ১৬৩.৯×৭৫.১×৮.৪ মি.মি.। এই ফোনটির মোট ওজন হচ্ছে ১৮৬ গ্রাম। এই ফোনে থাকছে ডুয়্যাল সিম ব্যাবহার করার সুবিধা।
ডিসপ্লেঃ
এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে। যেটা ৭২০×১৬০০ পিক্সেলের। এই ডিসপ্লেটি প্রটেকশন করছে, গরিলা গ্লাস ৩। এক্ষেত্রে ‘গরিলা গ্লাস ৫’ লাগালে হয়তো আরও ভালো হত।
প্লাটফর্মঃ
এই ফোনের প্লাটফর্মে রয়েছে এন্ড্রোয়েড ১০, কালার অএস ৭.২ ভার্সন। এর প্রসেসর হচ্ছে ‘ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৬০’ অক্ট্যা কোর।
ক্যামেরাঃ
ব্যাকঃ এই ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। একটি হচ্ছে ১৩ মেগাপিক্সেলের ওয়াইড এবং অন্য দুইটি ২ মেগাপিক্সেলের মেক্রো ডেপথ সেন্সরের ক্যামেরা। এলইডি ফ্ল্যাশ সংযুক্ত এই ক্যামেরায় রেকর্ড করা যাবে ১০৮০’পি কোয়ালিটির ভিডিও।
ফ্রন্টঃ এই ফোনের সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের একটি ইন ডিসপ্লে এইচডিআর ক্যামেরা। এর মাধ্যমেও ১০৮০’পি ভিডিও রেকর্ড করা সম্ভব।
মেমোরীঃ
‘অপো’ তাদের এই মডেলটি বাজারে ছাড়ে তিনটি ভ্যারিয়্যান্টে। সেগুলো হচ্ছে ৪/৬৪, ৪/১২৮ এবং ৬/১২৮। এই ফোনের স্লট কার্ডে ব্যাবহার করতে পারবেন ২৫৬ জিবি’র উপরের মেমোরি কার্ড।
নেটওয়ার্কঃ
‘অপো’ তাদের এই ফোনে বরাবরের মতো, ৪জি নেটওয়ার্ক স্পিড দিয়েছে। যেটা পরিবর্তন করা হয়তো উচিত ছিলো ‘অপ্পো’র।
সাউন্ডঃ
সাউন্ড সেগমেন্টে ভালোই ক্লিয়ার ছিলো এই ফোনের স্পিকার। বিভিন্ন সাউন্ডট্র্যাক ভালোমতোই শুনতে পাওয়া যাচ্ছিলো। আরও থাকছে ৩.৫ মি.মি.’র ইয়ারফোন জ্যাক। যেটা দিয়ে বিভিন্ন ধরনের ৩.৫ মি.মি.’ ইয়ারফোন লাগিয়ে গান শুনতে পারবেন।
ব্যাটারীঃ
১৮ ওয়াটের ফাস্ট চার্জিং পোর্ট সহ এই ফোনে দেয়া হয়েছে, ৫০০০ এমএইচের ব্যাটারী।
ফিচারঃ
এই ফোনের পিছে মাঝামাঝি জায়গায় বসিয়ে দেয়া হয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যেটা ভালোই ফাস্ট ছিলো।
যেসব পরিবর্তন রয়েছে এই ফোনেঃ
‘অপো’ ব্র্যান্ড তাদের এই মডেলে আনেনি কোনো পরিবর্তন। তবে, বাজেট কমিয়ে তারা এই ফোনটাকে বাজারে নিয়ে এসেছে। এটাই অনেক বড় একটি ব্যাপার।
দামঃ
বর্তমানে বাংলাদেশে এই ফোনের একটি ভ্যারিয়্যান্ট পাওয়া যায়। সেটি হচ্ছে ৬/১২৮ – ৳১৮,৯৯০। এর আগের ভ্যারিয়্যান্ট গুলোর স্টক আউট হওয়াতে সেগুলো এখন বাজারে বিলুপ্ত।