কয়েক বছর আগে স্মার্টফোন ক্যামেরায় বড়সড় সাড়া ফেলেছিলো পিক্সেল ফোনে থাকা গুগল ক্যামেরা বা জিক্যাম। স্মার্টফোনের ক্যামেরা যে হার্ডওয়্যার এর পাশাপাশি সফটওয়্যার এর উপরও অনেকাংশে নির্ভরশীল তা হাতে কলমে বুঝিয়ে দেয় গুগল। এর ফলস্বরূপ খুব অল্প সময়েই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এটি। পরবর্তীকালে এবার এন্ট্রি লেভেল স্মার্টফোনগুলোকে লক্ষ্য করে অ্যান্ড্রয়েড গো ভার্সনের জন্য আলাদাভাবে গুগল নিয়ে আসে জিক্যাম গো। তবে এতে অনেক গুরুত্বপূর্ণ ফিচারসই মিসিং ছিলো প্রাথমিকভাবে।
তবে এবার গুগল ধীরে এই ফিচারগুলো যুক্ত করছে জিক্যাম গো’তে। প্রথমে নাইট মোড, তারপর এবার জিক্যাম গো’তে যুক্ত হয়েছে এইচডিআর মোড। গত অক্টোবরে প্রথম কোনো মেজর ফিচার আপডেটের পর দ্বিতীয়বার এই কোনো মেজর ফিচার যুক্ত করতে যাচ্ছে গুগল। অ্যান্ড্রয়েড অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট এর মাধ্যমে এটি নিশ্চিত করেছে তারা। একই সাথে তারা বলেছে, এইচডিআর মোডে তোলা ছবির মান স্মার্টফোন ম্যানূফ্যাকচারার ভেদে আলাদা হতে পারে।
এছাড়া স্বল্পালোক সম্পন্ন পরিবেশেও উচ্চমানের ফটোগ্রাফি করা সম্ভব হবে জিক্যাম গো এর এইচডি সাপোর্ট এর সাহায্যে। তাছাড়া এই ফিচারের মাধ্যমে ক্যাপচার করা ছবিগুলো কালার ব্যালেন্সের দিক থেকে যথাযথ হবে। সেক্ষেত্রে ইনস্টল করার পর এইচডিআর মোডের জন্য ক্যামেরা গো লাইট ভার্সনে একটি টগল বাটন দেওয়া হবে। এটিকে এনাবেল করে অতি-সাধারণ মানের স্মার্টফোনেও এখন ভালো মানের ছবি তোলা সম্ভব হবে।
সুতরাং আশা করা যাচ্ছে ফোনের স্টক ক্যামেরার থেকে ভালো ছবি তুলতে পারবে জিক্যাম গো। উল্লেখ্য, জিক্যাম গো যে কেবল অ্যান্ড্রয়েড গো ভার্সনেই সাপোর্ট করবে এমনটি না। অ্যান্ড্রয়েড ৮.০ (ওরিও) এর পরবর্তী যেকোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ইনস্টল করা যাবে জিক্যাম গো। গুগল প্লে স্টোরের পাশাপাশি এই অ্যাপতীর এপিকে ভার্সন ইনস্টল করেও অনবদ্দ ও চোখধাঁধানো মোবাইল ফটোগ্রাফি করতে পারবেন ইউজাররা।