এইচপি ল্যাপটপ লাগাতার নতুন সংযোজন করে চলেছে। এবং ল্যাপটপ গুলোতে দেওয়া হয়েছে উন্নতমানের ফিচার। এইচপির সর্বশেষ সংযোজন করা হল এইচপি প্রো বুক ৬৩৫ এরো জি ৮। এর আগে এইচপি নিয়ে এসেছেল এইচপি এনভি ১৪ ল্যাপটপ। চলতি বছরের এপ্রিল মাসেই এইচপি প্রো বুক ৬৩৫ এরো জি ৮ ল্যাপটপটি পাওয়া যাবে।
চলুন দেখে আসি এইচপি প্রো বুক ৬৩৫ এরো জি ৮এর স্পেসিফিকেশনঃ
এইচপি প্রো বুক ৬৩৫ এরো জি ৮ ল্যাপটপটিতে দেওয়া হয়েছে ১৩.৩ ইঞ্চি বিশিষ্ট ফুল এইচ ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন হবে ১৯২০X১০৮০ পিক্সেল। উক্ত ল্যাপটপটিতে দেওয়া হয়েছে ৩২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি এসএসডি স্টোরেজ । এই ল্যাপটপটির ওজন হবে মাত্র ১ কেজির কিছুটা কম । এখানে ৭২০পি তে ফুল এইচডি ভিডিও দেখা যাবে এবং ক্যামেরাতে কথা বলা যাবে। এছাড়া দেওয়া হয়েছে ডুয়েল মাইক্রোফোন। এইচপি প্রো বুক ৬৩৫ এরো জি ৮ তে দেওয়া হয়েছে ৫৩ ডব্লিউ এইচ এর ব্যাটারী এছাড়া আরো থাকছে ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.০, ইউ এসবি টাইপ সি পোর্ট। উক্ত ল্যাপটপটির কনফিগার বেশ উন্নত করেছে, আমার কাছে বেশ ভালই লেগছে। এইচপি প্রো বুক ৬৩৫ এরো জি ৮ ল্যাপটপটির মূল্য এপ্রিলে প্রকাশ করা হয়েছে। বিষয়টির গোপন রাখা হয়েছে , বিস্তারিত তখনই জানা যাবে।