করোনার এই মহামারিতে স্যামসাং গ্যালাক্সি তাদের এস সিরিজের আরও একটি নতুন ফোন স্যামসাং গ্যালাক্সি এস ২১ আলট্রা নিয়ে এসেছে আমাদের মাঝে ।ফোনটির প্রসেসর, ক্যামেরা এবং আরো অন্যান্য ফিচার সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটিতে।
স্যামসাং গ্যালাক্সি এস ২১ আল্ট্রা এর মধ্যে যে ডিসপ্লে আপনারা পাবেন তা হল ৬.৮ ইঞ্চির কোয়ান্ট এইচডি প্লাস এমোলেড ইনফিনিটি ও এর ডিসপ্লে। এইরকম ডিসপ্লে এখন পর্যন্ত পুরো বিশ্বে আর কোন ফোনে নেই। সঙ্গে থাকছে ১২০ হার্জ এর রিফ্রেশ রেট,এইচডিআর টেন প্লাস এর সাপোর্ট। স্ত্রী পারছেন ডিসপ্লেটি খুব কতটা ব্রাইট হতে চলেছে।আউটডোর ভিজিবিলিটি এক কথায় খুব অসাধারণ হতে চলেছে। প্রটেকশন এর জন্য পাবেন কর্নিং গোয়েলাস গ্লাস পাবেন সেটা কতটা মজবুত আপনারা সবাই জানেন। এখানে আপনারা ৪ টি ক্যামেরা পাবেন সাথে এলইডি ফ্লাশ এবং একটি সেন্সর থাকবে। সঙ্গে থাকবে একটি অ্যালুমিনিয়ামের ফেম।
ফোনের স্পেশাল কভারের মধ্যে আপনারা স্পেন রাখতে পারবেন এবং আউট অফ দা বক্স এটি রান করবে অ্যান্ড্রয়েড ইলেভেন এর মত। ইন্টারেস্টিং ব্যাপার হলো ফোনটি এবার তিনটি ভেরিয়েন্ট এর সঙ্গে লঞ্চ হয়েছেযথা: ১২ জিবি রেম ১২৮ জি বি রম, ১২ জি বি রেম ২৫৬ জিবি রম এবং১৬ জিবি রেম ৫১২জিবি রম। এটি বিশ্বের প্রথম ফোন হতে চলেছে যেখানে ১৬ জিবি রেম থাকবে।
ফোনটির পেছনে রয়েছে ৪ ক্যামেরা। ১০৮ মেগাপিক্সেল এর একটি প্রাইমারি ক্যামেরা, ১০ মেগাপিক্সেল এর একটি পেরিস্কোপ টেরি ফটো লেন্স, এবং সঙ্গে থাকবে ১২মেগাপিক্সেল এর একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা যেটা দিয়ে সুপার ভিডিও রেকর্ডিং করা যাবে। এটি দিয়ে আপনি ব্লগ রেকর্ডিং করতে পারবেন কিংবা ব্যাক সাইট দিয়ে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং এটা দিয়ে স্টিরিও সাউন্ড রেকর্ড করতে পারবেন। এটি কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ফিচার হতে চলেছে এই ফোনের।
ফন্টে আপনারা একটি সিঙ্গেল ক্যামেরা পাবেন যেটা হচ্ছে ৪০ মেগাপিক্সেল এর।এবং এর পানচুয়াল এর সাইট টা খুবই ছোট। সঙ্গে ফোনটির সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক এর সুবিধা পাবেন। এখানে যে অন্যের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে এটা কিন্তু আল্ট্রাসনিক। তাই এ ফিচারটি ও বিশ্বের আর কোন ফোনে নেই। তাই অনেক নতুন ফিচার আছে যেটা বিশ্বে এই প্রথম এই ফোনের মধ্যেই পাওয়া যাবে। সঙ্গে স্টেরিও স্পিকার আপনারা পাবেন এবং পাবজি, ফ্রী ফায়ার এবং কল অফ ডিউটি এর মতো বিখ্যাত গেম খেলতে পারবে এই ফোনটিতে।
এখানে রয়েছে ৫০০০ মিলি এম্পিয়ার ব্যাটারি বেকাপ,যেটি চার্জ হবে২৫ ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার দিয়ে । এরমধ্যে আপনারা যে প্রসেসর পাবেন তাহলো এক্সিনোস ২১০০ যেটি ৫ জি সাপোর্ট করে এবং এটি একটি ব্র্যান্ড নিউ প্রসেসর। বিশ্বের দ্রুত এবং শক্তিশালী প্রসেসর এইটা ।তাই পারফরম্যান্সের দিক দিয়ে আপনাকে কোনভাবে নিরাশ করবে না এই ফোনটি। তাই হল স্যামসাং গ্যালাক্সি এস ২১ আল্ট্রা এর বৈশিষ্ট্য। তো বন্ধুরা এই ফোনের যাবতীয় বৈশিষ্ট্য দেখে আশাকরি আপনাদের ভাল লেগেছে।