স্মার্টফোন বিশ্বে ভিভো তাদের এস সিরিজের তৃতীয় ফোন ভিভো এস ১ প্রাইম লঞ্চ করেছে। প্রথম দু’টি ফোন হল ভিভো এস ১ এবং ভিভো ১ প্রো। আজকের এই আর্টিকেলটিতে আমরা ভিভো ১ প্রাইম এর বিস্তারিত তথ্য সম্পর্কে আলোচনা করব। জানাবো এর আকর্ষণীয় সব ফিচার সম্পর্কে।
প্রথমেই এই ফোনের ডিজাইন এবং বিল্ট কোয়ালিটি নিয়ে আলোচনা করা যাক।
এর ব্যাক সাইডের আপনারা পাচ্ছেন পলিকার্বনেট এর ব্যাগ যেখানে গ্লসি,থ্রিডি ফিনিশিং পাচ্ছেন।ওভারঅল ব্যাক সাইট দেখতে আপনারা গ্লসি একটা লুক দেখতে পাবেন। সঙ্গে আপনারা ডায়মন্ড সেটে পাচ্ছেন কুয়াট রিয়ার ক্যামেরা। সঙ্গে তার ঠিক নিচের এলইডি ফ্ল্যাশ পাবেন। এখানে যে আমরা কোয়াড রিয়ার ক্যামেরা পাচ্ছে তার প্রাইমারি সেন্সরটি হল ৪৮ মেগাপিক্সেল এর।সঙ্গে পাচ্ছি ৮ মেগা পিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা,২ মেগাপিক্সেল ম্যাক্রো সেনসর ক্যামেরা এবং২ মেগাপিক্সেল ডেপথ সেনসর ক্যামেরা। ভিভো এস ১ প্রাইম এর ঠিক নিচের দিকে পাবেন প্রাইমারি মাইক্রোফোন,টাইপ সি পোর্ট এবং ঠিক তার পাশের লাউড স্পিকার পাবেন। উপরের দিকে আপনারা পেয়ে যাবেন একটি সেকেন্ডারি মাইক্রোফোন এবং একটি এমএম জ্যাক। এবং এখানে যে ফ্রেম পাবেন তা হল একটি প্লাস্টিকের ফ্রেম। আউট অফ দা বক্স এটি রান করবেন অ্যান্ড্রয়েড ৯.০ পাই এ। এখানে আপনারা পেয়ে যাবেন৮ জিবি রেম এবং১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।
এবার কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে।
এখানে আপনারা পাবেন ৬.৩৮ ইঞ্চি এর ফুল এইচডি প্লাস হাই অ্যামোলেড ডিসপ্লে। অর্থাৎ ১০৮০ এবং ২৩৪০ পিক্সএল এর। এবং এর পিপিআই ডেনসিটি হল ৪০৪।এখানে আপনারা সিকিউরিটি এর জন্য ফেস আনলক এর পাশাপাশি সাইট মাইন্টেনড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এর সুবিধা পাবেন। যেটি খুব ফাস্ট এবং একুরেট কাজ করে। এখানে ফন্টে আপনারা সিঙ্গেল ক্যামেরা পাবেন ১৬ মেগাপিক্সেল এর। এখানে যে প্রসেসর ইউজ করা হয়েছে সেটি হল কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫ অক্টা কোর প্রসেসর।
এবারে কথা বলি ফোনের চার্জার এবং ব্যাটারি নিয়ে।
এখানে রয়েছে ৪৫০০ মিলি এম্পিয়ার এর ব্যাটারি এবং ১৮ ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার। তাই ফোনটিতে যে ভালো চার্জ হবে তার কোনো সন্দেহ নেই। ফোনটি আপনারা দুটি কালার ভেরিয়েন্ট এর পাবেন। একটি হলো নেবুলা ব্লু এবং আরেকটি হলো জেট ব্ল্যাক।
এবারে কথা বলা যাক ফোনটির দাম নিয়ে।
ফোনটির দাম হতে পারে ভারতীয় টাকায় ২১০০০ টাকার মতো। তো বন্ধুরা ভিভো এস ১ প্রাইম এই ফোনটির যাবতীয় সব ফিচার দেখে আশাকরি আপনাদের ভাল লেগেছে। তাই যারা কম বাজেটের মধ্যে ভালো ফোন খুঁজছেন তারা এই ফোনটি কিনতে পারেন।