নকিয়া শব্দটির সাথে আমরা সকলেই পরিচিত। বহু আগে থেকেই প্রযুক্তির দুনিয়ায় প্রভাব বিস্তার করে আছে নকিয়া। প্রতিনিয়ত লঞ্চ করে চলেছে নতুন নতুন সব স্মার্টফোন। তারই ধারাবাহিকতায় ২০২১ সালের জানুয়ারি মাসে লঞ্চ করতে যাচ্ছে নকিয়ার নতুন একটি স্মার্টফোন নকিয়া সি১ প্লাস। আকর্ষণীয় ফিচার সমৃদ্ধ এই ফোনটি আজকের আর্টিকেল এর মূল আলোচ্য বিষয়।
চলুন জেনে নেওয়া যাক কি কি ফিচার রয়েছে নোকিয়া সি১ প্লাস ফোনটিতে।
ডিসপ্লে:
ডিসপ্লে হিসেবে ফোনটিতে রয়েছে ৫.৪৫ ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল। যার স্ক্রিন টু বডি রেশিও ৭২.২% এবং এসপেক্ট রেশিও ১৮:৯। ফোনটির রেজুলেশন ৪৮০*৯৬০ পিক্সেল এবং পিপিআই ডেনসিটি ১৯৭। এবং ফোনটিতে রয়েছে স্ক্রীন প্রোটেকশন।
অপারেটিং সিস্টেম:
অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে অ্যানড্রয়েড ১০ গো এডিশন।
সিপিইউ:
ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে কোয়াড কোর প্রসেসর। যার ওয়ার্ক স্পিড ১.৪ গিগাহার্জ।
সিম:
ফোনটিতে থাকবে সিঙ্গেল সিম(ন্যানো সিম) অথবা ডুয়েল সিমের সুবিধা।
নেটওয়ার্ক:
ফোনটিতে থাকছে না ৫জি সাপোর্ট। তবে থাকবে ৪জি,৩জি,২জি সাপোর্ট এবং ওয়াইফাই সাপোর্ট।
ভেরিয়েন্ট:
ফোনটি পাওয়া যাবে শুধুমাত্র একটি ভেরিয়েন্টে। ১জিবি+১৬জিবি।
ক্যামেরা:
ফোনটিতে থাকবে সিঙ্গেল ক্যামেরা সেটআপ। প্রাইমারি ক্যামেরা ৫ মেগাপিক্সেল। আর সামনের ক্যামেরা হিসেবে থাকবে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ।
ব্যাটারি:
ফোনটিতে থাকছে ২৫০০ মিলিএম্পিয়ারের নন রিমুভেবল লি-আয়ন ব্যাটারি। থাকছে না কোনো ফাস্ট চার্জিং সাপোর্ট।
ডিজাইন ও বডি:
নকিয়া সি১ প্লাস ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের একটি ফোন। তবে সামনের অংশ গ্লাস মেটেরিয়াল দিয়ে তৈরি। ফোনটির ওজন ১৪৬ গ্রাম।
সেন্সর:
নিরাপত্তার জন্য ফোনটিতে থাকছে না কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
কালার:
ফোনটি পাওয়া যাবে দুইটি কালার ভেরিয়েন্টে। কালো এবং লাল।
দাম:
যেহেতু নোকিয়া সি১ প্লাস ফোনটি লো বাজেটের ক্রেতাদের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে তাই ফোনটির দাম রাখা হয়েছে বাংলাদেশি টাকায় প্রায় ৯০০০ টাকা।