এই বছর এর প্রথম ফ্লাগশিপ ফোন শাওমিএম আই ১১।এটি সম্ভবত স্নাপড্রাগন ৮৮৮ এর প্রথম মোবাইল।তো চলুন জেনে নেয়া যাক মোবাইলটি সম্পর্কে।
বিল্ড কোয়ালিটি
মোবাইলটি তৈরি করা হয়েছে আলুমিনিয়াম ফ্রেমে।এটির পিছনে গ্লাস এবং লেদার দুইটি ভেরিয়েন্ট এ পাওয়া যাবে।মোবাইলটির বডিডাইমেনশন ১৬৪.৩*৭৪.৬*৮.১মিলিমিটার(গ্লাস)/১৬৪.৩*৭৪.৬*৮.৬মিলিমিটার।মোবাইলটির ওজন ১৯৬গ্রাম(গ্লাস)/১৯৪গ্রাম(লেদার)।মোবাইলটি তে ব্যবহার করা যাবে ডুয়েল ন্যানো সিম কার্ড।
ডিসপ্লে সেকশন!
মোবাইলটিতে দেয়া হয়েছে ৬.৮১ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে।রেজুলেশন ১৪৪০*৩২০০পিক্সেলস।রেশিও ২০ঃ৯।৫১৫পিপিয়াই ডেনসিটি।ডিসপ্লে টী ১বিলিয়ন কালার সাপর্টেড।এর রিফ্রেশ রেট ১২০ হার্জ।এর ব্রাইটনেস ১৫০০নিটস পর্যন্ত।ডিসপ্লে টি এইচডিয়ায় ১০ সাপর্টেড।যার ফলে নেটফ্লিক্স এবং ইউটিউব দেখা যাবে এইচডিয়ার রেজুলেশনে।ডিসপ্লেটির সুরক্ষার জন্য আছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস।এটি গরিলা গ্লাস ৬ এর থেকে অনেক উন্নত।
হার্ডওয়ার সেকশন!
মোবাইলটিতে আছে স্নাপড্রাগন ৮৮৮।এটি বর্তমানে এন্ডয়েড এর জন্য সব থেকে ভাল চিপসেট।এটি ৫ন্যানো মিটারের একটি অক্টা কোর প্রসেসর।সাথে আছে জিপিইউ হিসেবে আছে এড্রিনো ৬৬০.অপারেটং সিস্টেম হিসেবে থাকছে এন্ডয়েড ১১।ইউজার ইন্টারফেস হিসেবে থাকছে সাওমির নিজস্ব এমাই ইউআই ১২।
স্টোরেজ সেকশন!
এতে স্টোরেজ সেকশনে আছে বেশ কিছু ভেরিয়েন্ট।১২৮ জিবি ইউএফেস ৩.১ স্টোরেজ এর সাথে ৮জিবি র্যাম।ভেরিয়েন্ট।২৫৬ জিবি ইউএফেস ৩.১ স্টোরেজ এর সাথে ৮জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইউএফেস ৩.১ স্টোরেজ এর সাথে ১২জিবি র্যাম।এতে আলাদা করে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে নাহ।
ক্যামেরা সেকশন!
ক্যামেরা তে মোবাইলটির প্রধান আকর্ষন।এতে দেয়া হয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটাপ।মেইন ক্যামেরা হচ্ছে ১০৮ মেগাপিক্সেলের মেইন সেন্সর।এছাড়া থাকছে ১৩ মেগাপিক্সলের আলট্রা অয়াইড ক্যামেরা এবং ৫মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর।ডুয়েল এলিডি ফ্লাস,এইচডিয়ার,প্যানারোমা সহ আরো অনেক ফিচারস।সামনে দেয়া হয়েছে ২০মেগাপিক্সেলের সেন্সর।
ব্যাটারি সেকশন!
এতে দেয়া হয়েছে ৪৬০০মেগাপিক্সেলের নন রিমুভেবল।মোবাইলটি তে থাকছে ৫৫ওয়াট এর ফাস্ট চার্জিং সুবিধা।সাওমি দাবি করছে ৫৫মিনিটে মোবাইলটি সম্পুর্ন চার্জ হয়ে যাবে।আরো থাকছে ৫০ওয়াট এর ফাস্ট ওয়ারলেস চার্জিং।মোবাইলটি কুইক চার্জ ৪+ সাপর্টেড।
অন্যান্য ফিচারস!
মোবাইলটি তে দেয়া হয়েছে স্টেরিও স্পিকার।থাকছে ব্লুটুথ ৫.২,ডুয়েল ব্যান্ড জিপিএস ,এনএফসি সহ আরো অনেক ফিচারস।
দাম এবং কালার! মোবাইলটি বাজারে ব্ল্যাক,হোয়াইট,ব্লু,পারপেল এবং খাকি কালারে।মোবাইলটীর বেজ ভেরিয়েন্ট টির দাম বাংলাদেশে ৫২হাজার টাকা।