স্মার্টওয়াচের সাথে আমরা সবাইই কমবেশি পরিচিত। এটি ব্যাবহার করলে নিজেকে আরেকটু স্মার্ট স্মার্ট লাগে। অনেকের তো দৈনন্দিন জীবনে সবচেয়ে ব্যাবহৃত ওয়াচ এটি। অনেক সময় বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও অনেকে এই স্মার্টওয়াচ ব্যাবহার করে। সেক্ষেত্রে দেখা যায় অনেকে এই ওয়াচটি ভূলবশত নিয়ে গোসল করতে চলে যায় এবং ভিজে গিয়ে সেই স্মার্টওয়াচের অবস্থা হয়ে যায় আনস্মার্ট। তাই এসব কথা মাথায় রেখে বাজারে নতুন একটি স্মার্টওয়াচ নিয়ে এলো ‘শাওমি’। যেটার নাম হচ্ছে ‘অ্যামাজফিট জিটিআর ২ই’। আজ এই স্মার্টওয়াচটি নিয়েই কথা হবে।
তো চলুন নিচে গিয়ে জেনে আসা যাক এই স্মার্টওয়াচটির ব্যাপারে বিস্তারিতঃ⤵️
‘শাওমি’র এই স্মার্টওয়াচটি দেখতে ছিলো বেশ প্রিমিয়াম। এটির ডিসপ্লে হচ্ছে অ্যামোলেডের। ‘শাওমি’র এই স্মার্টওয়াচটি ১০০% ওয়াটার রেসিস্টেন্ট। যেটা একটি নতুন এবং অসাধারন পরিবর্তন। এটি হাতে দিয়ে আপনি চাইলে সাতার বা গোসল অনায়াসেই করতে পারবেন। এতে এই স্মার্টওয়াচটির কোনো সমস্যা হবে না।
স্মার্টওয়াচের এই বক্সে ছিলো ম্যাগনেটিক একখানা বিশাল চার্জার ক্যাবল। যেটি দিয়ে চার্জ করতে হবে এই ওয়াচটিকে।
এই স্মার্টওয়াচটি হাতে পড়লে প্রিমিয়াম একটি ফিল পাবেন৷ এর ডিসপ্লেটি অ্যামোলেড হওয়ায় দেখতে খুব সুন্দর লাগবে। ওয়াচটির ডিসপ্লের ব্যাজেল অনেক ন্যারো ছিলো। ওয়াচটির ডিসপ্লের সাইজ ১.৩ ইঞ্চি। যেটা ছিলো আমাদের রেগুলার হাতে পড়া ঘড়ির মতোই। ডিসপ্লেটি প্রটেকশন করছে ‘কর্নিং গরিলা গ্লাস ৩’। যেটা সত্যিই অসাধারন একটি বিষয়।
স্মার্টওয়াচটির ডান সাইডে দুইটি বাটন পেয়ে যাবেন। যার একটি মাল্টিফাংশনাল বাটন এবং আরেকটি স্পোর্টস মোড বাটন। ওয়াচটির বডি ফ্রেমটি পুরো ম্যাগনেটিক। শুধুমাত্র রেয়ার প্যানেলটি পলি কার্বোনেটের তৈরী। রেয়ার প্যানেলে দেখবেন অনেকগুলো সেন্সর, যেগুলো অনেক অ্যাকুরেড ছিলো। ওয়াচটির স্ট্রেপটি ছিলো রাবারের। তবে আলাদা স্ট্রেপ লাগিয়েও ব্যাবহার করতে পারবেন।
এই ওয়াচটিকে আপনার স্মার্টফোনের সাহায্যে, ‘জেপ’ নামের একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে কানেক্ট করে স্মার্টওয়াচটির বিভিন্ন ওয়ালপেপার পরিবর্তন করতে পারবেন। সেই সাথে আপনি আপনার ফোনে থাকা যেকোনো ছবি বা ডাউনলোডেড কোনো ওয়ালপেপারও এই স্মার্টওয়াচটিতে সেট করতে পারবেন।
এই ওয়াচটির ডিসপ্লেতে থাকা ইউআই অনেক দ্রুত কাজ করে। ওয়াচটির ফিচারে দেখা যাবে ওয়েদার নিউজ, কন্ট্রোল করা যাবে ফোনের মিউজিক প্লেয়ার। এছাড়াও এর ডিসপ্লেটি ফ্ল্যাশলাইট হিসেবে ব্যাবহার করতে পারবেন। আরও রয়েছে জিপিএস, টেম্পরেচার মিটার এবং হার্টবিট মাপার সেন্সর। আপনি যদি ব্যায়াম বা ওয়ার্কআউট করে থাকেন তাহলে হার্টবিটের এই সেন্সর দিয়ে, আপনার হার্টবিট রেট মাপতে পারবেন।
ওয়াচটিতে রয়েছে ৪৭১ এমএইচের ব্যাটারী। ওয়াচটি ফুল চার্জ হতে সময় লেগেছিলো প্রায় এক ঘন্টা। ফুল চার্জে এই ওয়াচটি ১০ দিনের মতো ব্যাকআপ দেয়। তবে, আপনি যদি আপনার ফোনের সাথে কানেক্ট না করেই ব্যাবহার করেন তাহলে আরও ৫-৬ দিন বেশি ব্যাকআপ পাবেন এই ওয়াচ থেকে।
এই স্মার্টওয়াচটিতে থাকছে না কোনো বিল্ট ইন স্পিকার। যেকারনে ওয়াচটিতে কলিং সিস্টেম থাকছে না। এই বাজেটে এরকম একটি সিস্টেম থাকলে হয়তো আরেকটু ভালো হতো।
‘শাওমি’র এই স্মার্টওয়াচটির বর্তমান মূল্য ১১,০০০ টাকা। এই বাজেটে সব মিলিয়ে, এটি ছিলো দারুন একটি স্মার্টওয়াচ।