করোনার এই মহামারিতে স্মার্টফোন বিশ্বে ওয়ালটন লঞ্চ করেছে তাদের আরও একটি ব্র্যান্ড নিউ ফোন ওয়ালটন প্রিমো জি এইচ ৯।এর আগে তারা লঞ্চ করেছিল ওয়ালটন প্রিমো জি এইচ ৮ যা ব্যাপক সফলতা পায় ।আজকের এই আর্টিকেলটিতে আমরা আলোচনা করব ওয়ালটন প্রিমো জি এইচ ৯ নিয়ে। জানাবো এর আকর্ষণীয় সব ফিচার সম্পর্কে এবং বাংলাদেশের বাজারে ফোনটির দাম কত হতে পারে । তো চলুন শুরু করা যাক আজকের এই আর্টিকেলটি।
প্রথমেই কথা বলি ফোনটির ডিসপ্লে নিয়ে:
এই ফোনে আমরা যে ডিসপ্লে পাচ্ছি তা হল ৬.১ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস এলসিডি ডিসপ্লে।অর্থাৎ ১৫৬০ এবং ৭২০ পিক্সেল এর। এবং এটি আসবে ওয়াটার ড্রপ নোটের সঙ্গে। এর নিচের দিকে মোটা বেজেল আপনারা দেখতে পাবেন এবং দুই সাইডে বেজেলের পরিমাণ যথেষ্ট বড়।
এবারে কথা বলে ফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে:
এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে আমরা যেটি পাব সেটি হল এর ব্যাক সাইডে যে প্লাস্টিকের বিল্ট দেয়া হয়েছে সেখানে কোন গ্লসি বা গ্রেডিয়ান ফিনিশিং নেই। সঙ্গে এখানে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ এবং এলইডি ফ্ল্যাশ পাচ্ছে।
এবারে কথা বলি ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে:
ব্যাক সাইডে থাকবে দুটি ক্যামেরার প্রাইমারি ক্যামেরা টি হল ১৩ মেগাপিক্সেল এবং আরেকটি হলো ০.৩ মেগাপিক্সেল এর একটি ডেপথ সেনসর ক্যামেরা। তো ওভারঅল বলতে গেলে এখানে শুধুমাত্র একটি সিঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে।এবং এই ফোনের ফ্রন্ট এ দেওয়া হয়েছে ৫ মেগাপিক্সেল এর একটি ক্যামেরা।
এবারে কথা বলে ফোনটির পারফরম্যান্স নিয়ে:
আন্টি রান করবে অ্যান্ড্রয়েড ১০ এ। আর এতে থাকছে ২ জিবি রেম এবং ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও এ২০ যা একটি কোয়াড কোর প্রসেসর ।আর জিপিইউ হিসেবে থাকছে পাওয়ার ভিয়ার জি ই ৮৩০০।
এবারে কথা বলি ফোনটির সাউন্ড সিস্টেম এবং সিকিউরিটি নিয়ে:
ফোনটিতে থাকছে ৩.৪ এমএম হেডফোন জ্যাক। আর সিকিউরিটি হিসেবে ফেস আনলক এর পাশাপাশি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে।
এবারে কথা বলি ফোনটির দাম নিয়ে :
বাংলাদেশের বাজারে ওয়ালটন প্রিমো জি এইচ ৯ এর দাম রাখা হয়েছে ৬৮০০ টাকা