অন্যান্য মোবাইল ব্র্যান্ডগুলোর মতো, পাল্লা দিয়ে বিভিন্ন ধরনের নতুন মডেলের ফোন বের করছে ‘স্যামসাং’ও। ‘স্যামসাং’ তাদের নতুন অনেক মডেলের ফোন বের করেছিলো ২০২০ সালে, যেগুলো ডিজাইনের দিক দিয়ে ছিলো অসাধারন। সেই ধারাবাহিকতা বজায় রেখে বাজেটের মধ্যে নতুন একটি ফোনের মডেল নিয়ে এসেছে ‘স্যামসাং’। যেটির মডেলের নাম ‘এম০২এস’। তারা এই ফোনটিকে রিলিজ করেছিলো এই বছরের ৭ জানুয়ারী তারিখে। আজ কথা হতে যাচ্ছে এই ফোনটিকে নিয়েই। এই ফোনটির ভিতর কি কি রয়েছে সেসব নিয়েই হবে আজকের কথা। তো চলুন নিচে গিয়ে জেনে আসা যাক এই ফোনটির ব্যাপারে বিস্তারিত তথ্যঃ⤵
বডিঃ
এই ফোনটির বডি ডিমেনশন হচ্ছে ১৬৪.২×৭৫.৯×৯.১ মি.মি.। ফোনটির ওজন হচ্ছে ১৯৬ গ্রাম। ফোনটির ডিসপ্লেতে দেয়া হয়েছে গ্লাস প্রটেকশন। তবে এর পিছনে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। থাকছে ডুয়্যাল সিম ব্যাবহারের সুবিধা, যেখানে ন্যানো সিম ব্যাবহার করতে হবে।
ডিসপ্লেঃ
ফোনটির ডিসপ্লের সাইজ হচ্ছে ৬.৫ ইঞ্চি। স্ক্রিন থেকে এর বডির রেশিও ৮১.৮%। ডিসপ্লেটি সম্পূর্ন ‘পিএলএস আইপিএস’ যুক্ত। যেটার রেজুলেশন হচ্ছে ৭২০×১৬০০ পিক্সেলের।
প্লাটফর্মঃ
‘স্যামসাং’ তাদের এই ফোনের প্লাটফর্ম অএস’এ দিয়েছে ‘এন্ড্রোয়েড ১০’। প্রসেসর হিসেবে থাকছে ‘কোয়ালকম এসডিএম৪৫০ স্ন্যাপড্রাগন ৪৫০’। যেটা ১৪ ন্যানোমমিটারের। ফোনটির সিপিইউতে থাকছে ‘অক্ট্যা-কোর ১.৮ গিগাহার্জ কোরটেক্স এ৫৩’ এবং জিপিইউতে থাকছে ‘এদ্রেনো ৫০৬’।
ক্যামেরাঃ
ব্যাকঃ ‘স্যামসাং’ তাদের এই বাজেট ফোনের পিছনে রেখেছে তিনটি ক্যামেরা। সেগুলো হচ্ছে ১৩ মেগাপিক্সেলের ওয়াইড, ২ মেগাঃ’র মেক্রো এবং ২ মেগাঃ’র একটি ডেপথ সেন্সর। থাকছে ‘এলইডি ফ্ল্যাশ’। এই ক্যামেরা দিয়ে ১০৮০’পি@৩০ এফপিএসের ভিডিও অনায়াসেই করা যাবে।
ফ্রন্টঃ এই ফোনটির সামনে থাকছে ৫ মেগাপিক্সেলের একটি নরম্যাল ক্যামেরা। যেটি দিয়ে ভিডিও করা গেলেও, সেটার কোয়ালিটি মানসম্মত হবে না।
মেমোরীঃ
ফোনটি ‘স্যামসাং’ বাজারে ছেড়েছে দুইটি ভ্যারিয়্যান্টে। সেগুলো হচ্ছে ৩/৩২ এবং ৪/৬৪ জিবি। ফোনে আরও থাকছে মেমোরি কার্ড স্লট, যেটাতে ১২৮ জিবি’র উপরেও মেমোরি কার্ড ব্যাবহার করা যাবে।
নেটওয়ার্কঃ
বরাবরের মতো এবারেও ‘স্যামসাং’ তাদের এই ফোনটিতেও দিয়েছে ৪জি নেট স্পিড। এই ফোনের নেটওয়ার্ক টেকনোলজিতে থাকছে ‘জিএসএম/এইচএসপিএ/এলটিই’। ২জি ব্যান্ডে থাকছে ‘জিএসএম ৮৫০ / ৯০০/ ১৮০০ / ১৯০০ / – সিম১ & সিম২ (ডুয়্যাল মোড)। ৩জি ব্যান্ডে থাকছে ‘এইচএসডিপিএ ৮৫০ / ৯০০ / ২১০০’। শেষে ৪ জি ব্যান্ডে থাকছে ‘ ১,৩,৫,৭,৮,২০,২৮,৩৮,৪০,৪১’। আরও রয়েছে ‘জিপিআরএস’ এবং ‘এজ’।
সাউন্ডঃ
সাউন্ড সেগমেন্টে ভালো রেজাল্ট দিয়েছে এই ফোনের স্পিকার। লাউডস্পিকারে যেকোনো গানই সুন্দর ভাবে শুনতে পাওয়া যাচ্ছিলো। আরও থাকছে ৩.৫ মি.মি.’র ইয়ারফোন জ্যাক।
ব্যাটারীঃ
‘স্যামসাং’ তাদের এই ফোনটিতে দিয়েছে ৫০০০ এমএইচের ব্যাটারী। যেটা নন রিমুভেবল। এর বক্সেই পেয়ে যাবেন ১৫ ওয়াটের একটি ফাস্ট চার্জার। যে মাইক্রো ইউএসবি পোর্ট সাপোর্টেড।
ফিচারঃ
ফোনটির ফিচারে সেন্সর হিসেবে থাকছেনা ‘ফিঙ্গারপ্রিন্ট’। তবে সিকিউরিটি হিসেবে থাকছে ‘ফেইস আকলক’। অন্যান্য সেন্সর হিসেবে থাকছে লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর এবং একসেলেরোমিটার।
যেসব পরিবর্তন রয়েছে এই ফোনেঃ
‘স্যামসাং’ তাদের এই ফোনটিতে বিশেষ কোনো পরিবর্তন আনেনি। তবে বাজেট কম হওয়ায় কিছু জিনিস কমিয়ে ফোনটিকে বাজারে নিয়ে আসা হয়েছে। হয়তো পরবর্তীতে নতুন কোনো মডেল আসলে, সেসবের আপগ্রেড দেখা যেতে পারে।
দামঃ
বর্তমানে বাংলাদেশে এর কোনো ভ্যারিয়্যান্ট পৌছায়নি। তবে খুব তাড়াতাড়িই এসে পরবে এই ফোনটি। তবে লঞ্চ হলে এর মূল্য ১২,০০০ টাকা নির্ধারণ করা হতে পারে৷