সম্প্রতি স্যামসাং গ্যালাক্সি তাদের এম সিরিজের আরো একটি নিউ ব্র্যান্ড ফোন স্যামসাং গ্যালাক্সি এম ৬২ লঞ্চ করতে যাচ্ছে। আজকের আর্টিকেলটিতে আমি আপনাদেরকে জানাবো এই ফোনটিতে কি কি আকর্ষণীয় ফিচার থাকছে ।
তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই আর্টিকেলটি।
প্রথমে কথা বলে ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে :
সম্পূর্ণ ফোনটি একটি প্লাস্টিক বিলদের ফোন। তবে দেখতে বেশ আকর্ষণীয় হবে । এর ওজন হচ্ছে ২১০ গ্রাম।
ডিসপ্লে:
এটি একটি ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লে। যার স্ক্রীন টু বডি রেশিও ৮৬.৭%।ফোনটির রেজুলেশন হলো ১০৮০*২৪০০ এবং ৩৯৩ হল এর পিপিআই ডেনসিটি।
অপারেটিং সিস্টেম:
অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ১০ যা রান ওয়ান ইউ আই ২.১ এর সাথে।
সিপিইউ:
প্রসেসর হিসেবে এতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩০ যা ৮ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা কোর প্রসেসর ।জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রিনো ৬১৮।
স্টোরেজ:
ফোনটিতে থাকছে ৬ জিবি রেম এর সাথে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।
ক্যামেরা :
ফোনটির পিছনে প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে ৬৪ মেগা পিক্সেলের একটি ক্যামেরা,১২ মেগা পিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা,৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ক্যামেরা এবং৫ মেগাপিক্সেল দুটি ডেপথ সেন্সর ক্যামেরা। আর এর ফ্রন্ট এ থাকছে৩২ মেগাপিক্সেল একটি ক্যামেরা। আই ক্যামেরা ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, প্যানোরামা এবং এইচডিআর।
ব্যাটারি:
ফোনটিতে থাকছে ৭০০০ মিলি এম্পিয়ার এর হিউজ ব্যাটারি এবং২৫ ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার:।
কালার:
ফোনটি পাওয়া যাবে তিনটি কালার ভেরিয়েন্ট এর। কালো, সাদা এবং নীল রংয়ের।
দাম:
বাংলাদেশের বাজারে ফোনটির দাম হতে পারে ৪৪০০০ টাকার মতো।