লিনোভো তাদের আইডিয়াপ্যাড সিরিজের ল্যাপটপগুলু দিয়ে বেশ ভাল নাম কামিয়েছে। আর আইডিয়াপ্যাড ৩৩০ এর বিভিন্ন ভারিয়েন্ট আছে প্রোসেসরের উপর ভিত্তি করে। এবার আমরা যে ভ্যারিয়েন্ট সম্পর্কে জানব তা একটা বাজেট ফ্রেন্ডলি এন্ট্রি লেভেলের ল্যাপটপ।
এই ল্যাপটপে আছে ইন্টেল সেলেরন এন৪১০০ প্রোসেসর যার ক্লক স্পীড হবে ১.১ গিগাহার্য থেকে ২.৪ গিগাহার্য। এতে আছে একটি ১৪ ইঞ্চির ১৩৬৬x৭৬৮ রেজুলেশনের এইচডি ডিস্প্লে। এতে থাকছে ৪গিগাবাইটের অনবোর্ড ডিডিআর৪ র্যাম এবং একটি ১টেরাবাইটের সাটা হার্ড ডিস্ক। এতে আছে জেনুইন উইন্ডোজ ১০ হোম এবং ইন্টেল ইউএইচডি ৬০০ গ্রাফিক্স। এর ৬ ঘন্টার ডিসেন্ট ব্যাটারি ব্যাকআপ সাধারণ ব্যবহারের জন্য যথেষ্ট। এতে আছে ১.৫ ওয়াটের ২টি ডলবি অডিও সম্পন্ন স্পিকার।
এতে একটি ডিভিডি ড্রাইভ ও একটি মাল্টি পারপাস কার্ড রিডার আছে যার দ্বারা এসডি কার্ড, এসডিএইচসি কার্ড, এসডিএক্সসি কার্ড ও এমএমসি কার্ড লাগানো যাবে।
কানেক্টিভিটির জন্য এতে আছে একটি ইথারনেট পোর্ট ও সাথে ওয়াইফাই এবং ব্লুটুথ কানেকশানের সুবিধা। এতে আছে একটা ইউএসবি টাইপ-সি ৩.০ পোর্ট ও ২টি ইউএসবি টাইপ-এ ৩.০ পোর্ট ইউএসবি কানেক্টিভিটির জন্য। মাল্টিমিডিয়ার জন্য এতে আছে একটি করে এইচডিএমআই ও কম্বো অডিও পোর্ট। মানে এই অডিও পোর্ট দিয়ে মাইক্রোফোন ও স্পিকারের মধ্যে এক সময়ে যেকোন একটা লাগানো যাবে।
প্রায় ১৩.৩ ইঞ্চির এই ল্যাপটপের ওজন প্রায় ২ কেজি। ১ বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিসহ এই ল্যাপটপ পেতে পারেন কম বেশি ২৯ হাজার টাকায়।