স্মার্টফোন আসছে আমাদের মাঝে কিন্তু সেই ফোনগুলির বড় সমস্যা আমরা ফেস করছে সেটি হল এর ব্যাটারী। অনেক ভাল মানের ফোন গুলিতে ও খুব কম অ্যাম্পিয়ার এর ব্যাটারী দেওয়া হচ্ছে তার ফলে আমরা অনেক সমস্যা ফেস করতে হচ্ছে। এই সমস্যাগুলি মাথায় রেখে ইনফিনিক্স নিয়ে এলো নতুন স্মার্টফোন যার ব্যাটারী বেশ ভাল ব্যাকআপ দিবে এবং ফোনটির মান ও ভাল হবে। তাই ইনফিনিক্স এর সংযোজন করা হল ইনফিনিক্স হট ১০ প্লে এর। চলতি মাসেই লঞ্চ হতে চলেছে এই ফোনটির। একনজরে দেখে আসা যাক এই ফোনটির স্পেসিফিকেশন।
ডিসপ্লেঃ
এই মোবাইলটিতে থাকছে ৬.৮২ ইঞ্চি বিশিষ্ট আই পি এস এল সি ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন হবে ১২০X১৬৪০ পিক্সেল। ফ্যাবলেট টাইপের ডিভাইস হবে এটির।
বডিঃ
এই মোবাইলটির আয়তন হবে ১৭১.৮X৭৮X৮.৯ মিলিমিটার। এজিয়ান নীল, মোরান্দী সবুজ, অবসিদিয়ান কালো এবং বেগুনী রঙ এ পাওয়া যাবে এই মোবাইলটি। ডুয়েল সিম ব্যবহার করা যাবে উক্ত ফোনটিতে। সবং সীম গুলো হবে ন্যানো সীম। এই ফোনটির স্ক্রিন টু বডির অনুপাত হবে ৮২.৪ শতাংশ।
হার্ডওয়্যার:
ইনফিনিক্স হট ১০ প্লে এর চিপসেট দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও জি ২৫। সি পি ইউ থাকছে অক্টাকোর প্রসেসর। জিপিইউ থাকছে মালি জি-৫২ এম সি ২। অ্যান্ড্রোয়িড ভার্সন ১০ ব্যবহার করা হয়েছে এখানে। এই ফোনটি ২ টি ভেরিয়েন্টে পাওয়া যাবে একটিতে দেওয়া হয়েছে ২ জিবি র্যাম এবং ৩২ জিবি ফোন স্টোরেজ এবং অন্যটি ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ফোন স্টোরেজ । এবং টাইপ সি পোর্ট ২.০ দেওয়া হয়েছে ফোনটিতে, ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, ব্লুথুথ ৫.১, ওয়াইফাই , ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট সহ যাবতীয় সুবিধা। উক্ত মোবাইলটিতে দেওয়া হয়েছে ৪ জি। ইনফিনিক্স হট ১০ প্লে তে দেওয়া হয়েছে ৬,০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারী যার লাইফটাইম প্রশসনীয়। এছাড়া তো ১০ ওয়াটের ফাস্ট চার্জ সিস্টেম থাকছেই। খুব দ্রুত চার্জ দেওয়া যাবে এটির মাধ্যমে। এই ফোনটিতে ৫৩ ঘন্টা টকটাইম এবং ৫৫ দিন স্ট্যান্ডবাই থাকবে।
ক্যামেরাঃ
ইনফিনিক্স হট ১০ প্লে তে দেওয়া হয়েছে ১৩ মেগাপিক্সেল এর ওয়াইড ক্যামেরা, এ আই ডুয়েল ক্যামেরা দেওয়া হয়েছে রিয়ার ক্যামেরা হিসেবে এবং ফন্ট ক্যামেরাটি থাকছে ৮ মেগাপিক্সেল এর। উভয় ক্যামেরাতেই ভিডিও করা যাবে ১০৮০ পি। এবং এটিতেও ১০৮০ পি এর ভিডিও করা যাবে।
ইনফিনিক্স হট ১০ প্লে এর মূল্য নির্ধারন করা হয়েছে বাংলাদেশী মূল্য অনুযায়ী ১৯,৭৮৬ টাকা। মিড বাজেটের মূল্য অনুযায়ী মোবাইলটি বেশ ভালই হবে।