প্রায় ৫০ হাজার টাকার এই দেল ল্যাপটপটা অনেকের নজর কেড়েছে। আসলে কী আছে এই ল্যাপটপে? চলুন দেখে আসি এই ল্যাপটপ সম্পর্কে কিছু তথ্য।
এই ল্যাপটপে আছে ইন্টেল কোর আই ৫ ৮ম প্রজন্মের প্রোসেসর যার ক্লক স্পীড ১.৬ গিগাহার্য থেকে শুরু করে ৩.৪ গিগা হার্য পর্যন্ত।
এতে আছে ১৫.৬ ইঞ্চির অ্যান্টি গ্ল্যার এলইডি ডিস্প্লে। এবং এই ডিস্প্লের রেজুলেশান হলো মাত্র ১৯২০x১০৮০ অর্থাৎ এই ল্যাপটপের সাথ আপনি একটি ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি ডিস্প্লে পাচ্ছেন।
ডিস্প্লের কথা বলতে গেলেই চলে আসে গ্রাফিক্সের প্রসঙ্গ। আর এই ল্যাপটপের গ্রাফিক্সের কথা না বলে থাকা যায় না। এই ল্যাপটপে আপনি পাচ্ছে এএমডি রেডিওন ৫২০ গ্রাফিক্স। যার ভিডিও মেমরি হিসেবে আছে ২ গিগাবাইটের ডিডিআর৪ র্যাম।
ইনপুট ডিভাইসের মধ্যে এতে আছে একটি স্ট্যান্ডার্ড ফুল সাইজ কী-বোর্ড কিন্তু কোন ব্যাকলাইট পাচ্ছেন না। তবে এতে একটি অপ্টিক্যাল ড্রাইভ ও ইন্টিগ্রেটেড ওয়েব ক্যাম তো আছে। আবার এতে এসডি ৩.০ কার্ডের জন্য একটি কার্ড রিডারও রাখা আছে।
এই ল্যাপটপে স্টরেজ হিসেবে দেওয়া আছে ১ টেরাবাইট স্টরেজের ৫৪০০ আরপিএম বিশিষ্ট একটি সাটা হার্ড ডিস্ক। এবং র্যাম হিসেবে দেওয়া থাকছে ৪ গিগাবাইতের ডিডিআর৪ র্যাম যার বাস স্পীড ২৪০০ মেগা হার্য। তবে এর অপারেটিং সিস্টেম আপনাকে হতাশ করতে পারে কেননা এতে অপারেটিং সিস্টেম হিসেবে আছে ফ্রী ডস ।
কোয়াড সেলের ব্যাটারি বিশিষ্ট এই ল্যাপটপটির ওজন মাত্র ২.১৮ কেজি। ৩ বছরের ওয়ারেন্টি সহ এই ল্যাপটপটির মূল্য প্রায় ৫০ হাজার টাকা।