ইয়ারবাডস লাভারদের কাছে “জয়রুম” খুব পরিচিত একটি নাম । স্মপ্রতি এটি লঞ্চ করেছে তাদের নতুন ইয়ারবাডস ‘জেআর টিএল৭ । চলুন জেনে নেওয়া যাক এই ইয়া রবাডস নিয়ে ছোট্ট একটি রিভিউ ও স্পেসিফিকেশন!
ইয়ারবাডসটির প্যাকেজিং বক্স খোলার পরে পাওয়া যাবে ইয়ারবাডস জোড়ার চার্জিং কেস, যেটার মধ্যে ইয়ারবাডস জোড়া রয়েছে। আরও রয়েছে দুইজোড়া ইয়ার টিপস এবং একটি ক্যাবল। ক্যাবলটি হচ্ছে টাইপ সি, যেটা একটি ভালো বিষয়।
ইয়ারবাডস দুইটির ফিটিং নিয়ে কথা বললে, এগুলো ছিল পারফেক্ট। সুন্দরভাবেই ফিটিং হয়ে যাচ্ছিল কানের ভিতর। ইয়ারবাডস দুইটির মধ্যে যে স্পিকার রয়েছে, সেগুলো দেখা যায়। যে কারনে এই বাডস জোড়ার লুক আরও প্রিমিয়াম লেগেছিলো। ইয়ারবাডস জোড়া মেটালের তৈরী। ফলে, আপনি এই বাডসগুলোকে যতবারই টাচ করেননা কেনো এগুলো ময়লা হবে না। প্রসঙ্গক্রমে, ইয়ারবাডসগুলো টাচ সিস্টেমের।
ইয়ারবাডস গুলো চার্জিং কেসটিও দেখতে ছিলো বেশ সুন্দর। যদিও এটি ছিলো প্লাস্টিকের তৈরী। এটির মধ্যে ইয়ারবাডসগুলো অনেক শক্তভাবে ম্যাগনেটিক সিস্টেমে, বসে ছিলো।
ইয়ারবাডস গুলোতে চার্জিং কেসটা সহ ব্যাবহার করা হয়েছে ৪০০ এমএইচের ব্যাটারী। চার্জিং কেসে দিয়ে ৩বার চার্জ করা যাবে ইয়ারবাডস জোড়া। এটায় ফুল চার্জ হতে সময় লাগবে ১.৫ ঘন্টা, যেটা ব্যাকআপ দিবে ৫ ঘন্টার মতো।
কলিং মাইক্রোফোন হিসেবে, বাডস দুটি ছিলো অসাধারন ক্লিয়ার। আপনি যাদের সাথে কথা বলবেন তারা এবং আপনিও তাদের কথা সুন্দরমতো শুনতে পাবেন। এর নয়েজ ক্যান্সেলেশন ছিলো অনেক ভালো।
কানেক্টিভিটিতে রয়েছে ‘ব্লুটুথ ৫.০’, যেটা খুব তাড়াতাড়িই স্মার্টফোনের সাথে কানেক্ট হয়ে যাচ্ছিলো।
ইয়ারবাডস দুইটি মিউজিক লিসেনিং এবং গেইমিং এ, অসাধারন ফলাফল দিয়েছিলো। মিউজিক এর ক্ষেত্রে যেকোনো ধরনের সাউন্ড, সুন্দরভাবেই ফুটিয়ে তুলছিলো বাডস জোড়া। গেইমিং এর ক্ষেত্রেও সুন্দরভাবেই, যেকোনো গেইমের সাউন্ড শুনতে পাওয়া যাচ্ছিলো।
সব মিলিয়ে ‘জয়রুম’ ব্র্যান্ডের এই ইয়ারবাডসটি ছিলো পারফেক্ট একটি প্যাকেজ। বর্তমানে এই বাডস জোড়ার দাম ২,০০০টাকা। যাদের বাজেট সেগমেন্ট ২০০০টাকার মধ্যে এবং এই বাজেটে ভালো একটি ইয়ারবাডস খুজছেন, তাদের জন্য এই ইয়ারবাডস গুলো হতে পারে সেরা পছন্দ।