বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তির যুগে টেকনো একটি পরিচিত নাম। অসাধারণ স্মার্টফোন ব্র্যান্ড হচ্ছে টেকনো। প্রতিনিয়ত লঞ্চ করে চলেছে তাদের নতুন নতুন সব স্মার্টফোন। আজকের আর্টিকেলটিতে আলোচনা করব টেকনো স্পার্ক ৫ প্রো এর রিভিউ এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন নিয়ে।
চলুন জেনে নেওয়া যাক টেকনো স্পার্ক ৫ প্রো এর সম্পূর্ণ স্পেসিফিকেশন।
ডিসপ্লে:
ডিসপ্লে হিসেবে ফোনটিতে রয়েছে ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল। যার রেজুলেশন ৭২০*১৬০০ পিক্সেল এবং পিপিআই ডেনসিটি ২৬৬।
অপারেটিং সিস্টেম:
অপারেটিং সিস্টেম হিসেবে টেকনোর এই ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ১০। যা রান করবে হাই ওএস ৬.০ এর সাথে।
সিপিইউ:
প্রসেসর হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও এ২২। যা ১২ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা কোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে থাকবে পাওয়ার ভিআর জিই ৮৩২০।
সিম:
ফোনটিতে রয়েছে ডুয়েল ন্যানো সিম এর সুবিধা অর্থাৎ ব্যবহারকারী একসাথে দুটি সিম ব্যবহার করতে পারবেন।
নেটওয়ার্ক:
ফোনটিতে নেটওয়ার্ক হিসেবে থাকবে ৪জি,৩জি,২জি এবং ওয়াইফাই সাপোর্ট। তবে থাকছে না ৫জি সাপোর্ট।
ভেরিয়েন্ট:
ফোনটি পাওয়া যাবে শুধুমাত্র একটি ভেরিয়েন্টে। ৪জিবি+৬৪জিবি।
ক্যামেরা:
ফোনটির পেছনে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা ১৬ মেগাপিক্সেল, ২ মেগা পিক্সেলের ম্যাক্রো লেন্স এবং থাকছে ২ মেগাপিক্সেল এর ডেপথ সেন্সর। আর সামনের ক্যামেরা হিসেবে থাকছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
ব্যাটারি:
ব্যাটারি হিসেবে টেকনোর এই ফোনটিতে থাকছে ৫০০০ মিলিএম্পিয়ারের নন রিমুভেবল লি-পো ব্যাটারি। এর সাথেই থাকছে ১০ ওয়াট এর ফাস্ট চার্জিং সাপোর্ট।
ডিজাইন ও বডি:
টেকনো স্পার্ক ৫ প্রো ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের এর একটি ফোন। যদিও দেখতে বেশ আকর্ষণীয়।
সেন্সর:
নিরাপত্তার জন্য ফোনটিতে থাকছে রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। শুধু তাই নয়, মিড বাজেটের ফোন হলেও ফোনটিতে থাকছে ফেস আনলক এর সুবিধা।
কালার:
ফোনটি পাওয়া যাবে দুইটি কালার ভেরিয়েন্টে। আইস জেডেড এবং সিবেড ব্লু।
দাম:
টেকনো স্পার্ক ৫ প্রো স্মার্টফোনটির অফিশিয়াল দাম বাংলাদেশি টাকায় মাত্র ১১৯৯০ টাকা। ফোনটি মূলত মিড বাজেট এর ক্রেতাদের উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে।