লেনোভো ব্রান্ডটা আমাদের সবার কাছেই অনেক জনপ্রিয়।তারা সব বাজেটের ল্যাপটপ বাজারে এনে থাকে।আজকে আমরা কথা বলব লেনোভোর বিজনেস ক্লাস ল্যাপটপ লেনোভো থিংক প্যাড ই১৪ নিয়ে।তো চলুন যেনে নেয়া যাক ল্যাপটপ টি সম্পর্কে।
বিল্ড কোয়ালিটিঃ-
ল্যাপটপটির বিল্ড করা হয়েছে দুইটি ভেরিয়েন্ট এ।একটি ভেরিয়েন্ট এ এক পাশ মেটার ফিনিশ দেয়া হয়েছে।এই ভেরিয়েনটির বডি ডাইমেনশন 325মিমি x 232মিমি x 18.9মিমি।এর আরেকটি ভেরিয়েন্ট সম্পুর্ন বডি প্লাস্টিকের তৈরি।ল্যাপটপটির বডি ডাইমেনশন ৩২৫x2৩২ x2০.৯ মিলিমিটার।এর ওজন ১.৬৯ কেজি।ল্যাপটপটি বাজারে পাওয়া যাবে শুধু মাত্র ব্ল্যাক কালারে।
প্রসেসর এবং জিপিইউঃ
এতে দেয়া হয়েছে ইন্টেল কোরআই৭ এর ১০ম প্রজন্মের প্রসেসর।এটি ১৪ ন্যানো মিটারের একটি প্রসেসর।যার বেস ক্লক ১.৮০গিগা হার্জ থেকে শুরু করে ৪.৯০ গিগাহার্য।এই প্রসেসরে আছে ৮এম্বি স্মার্ট মেমোরি ক্যস।এই প্রসেসর এর সাথে ইন্টিগ্রেটেদ জিপিইউ হিসেবে থাকছে ঈন্টেল ইউএইচডি গ্রাফিক্স।
ডিসপ্লেঃ
এতে দেয়া হয়েছে ১৪ইঞ্চির এফএইচডি আইপিএস ম্যাট এলিডী ডিসপ্লে।এই ডিসপ্লে এর রেজুলেশন ১৯২০*১০৮০।এই বাজেটে বলা চলে ডিসপ্লে টী অসাধারন।এতে ব্যবহার করা হয়েছে অ্যান্টিগ্ল্যার প্রযুক্তি।
র্যাম এবং স্টোরেজঃ
এতে থাকছে ৮জিবি ডিডিয়ার ৪ ২৬৬৬ মেগা হার্য এর একটি র্যাম।স্টোরেজ হিসেবে এতে দেয়া হয়েছে ১টিবি হার্ড ড্রাইভ।
নেটওয়ার্ক এবং ওয়ারলেস কানেক্টিভিটীঃ
এতে থাকছে ডুয়েল ব্যান্ড ওয়াই ফাই রিসিভার।ব্লুটূথ ৫.০
ইনপুট ডিভাইসঃ
এতে থাকছে মাল্টি ল্যাঙ্গুয়েজ এ৪ সাইজ আইসোলেটেড কি-বোর্ড।ব্লিট ইন টাচ প্যাড .২মেগাপিক্সেলের ওয়েব ক্যাম দেয়া হয়েছে এতে।আরো থাকছে টিএফ কার্ড রিডার।
পোর্টস,কানেক্টরস এবং স্লটসঃ
এতে থাকছে একটা ইউএসবি ২.০ পোর্ট,ইউএসবি ৩.১ টাইপ ছি এর একটি পোর্ট।ডিসপ্লে কানেক্ট করার জন্য থাকছে একটী এইচডি এমাই পোর্ট।সাথে আছে একটি অডিও কম্ব জ্যাক।খারপ ব্যাপার হচ্ছে এতে আলাদা র্যাম এবং এমডট২
ব্যাটারিঃ
৬প্যাকের ইম্বেডেড পলিমার স্মার্ট লিথিয়াম -লন ব্যাটারি ।ব্যাটারি ব্যাকাপ নিয়ে কিছু বলার নেই।কারন এটি নির্ভর করে ইউজ করার ওপর।
স্পিকারঃ
এতে দেয়া হয়েছে ডব্লি ভিশন হারমান কার্ডার এর দুটি অডিও স্পিকার।
ওয়ারেন্টি ও দামঃ
এতে থাকছে ২বছরের ম্যানুফাকচারিং ওয়ারেন্টি।বাংলাদেশে এই ল্যাপটপটির দাম ৯০হাজার টাকা।